এক্সট্যাসিতে যুগলবন্দি পোশাক ও বিশেষ ছাড়!
উৎসব বা পার্টির কমতি নেই দৈনন্দিন জীবনে। নিজেদের জমকালো ভঙ্গিমায় উপস্থাপনার বর্ণিল পোশাক রয়েছে লাইফস্টাইল স্টোর এক্সট্যাসিতে। চলতি ফ্যাশনের সিল্ক, ভেলভেট, জর্জেটের কুর্তি বা জাম্পস্যুট, গাউন-কামিজ সবই থাকছে রং এবং প্যাটার্ন ভিন্নতায়। নির্ধারিত আউটলেটে পাঞ্জাবি কেনার জন্য দেওয়া হয়েছে শতকরা ৩০ ভাগ ছাড়।
পোশাকগুলোর প্যাটার্নে প্রাধান্য দেওয়া হয়েছে ফিউশন এবং পাশ্চাত্য কাট। মেয়েদের পোশাকগুলোতে মেশিন এমব্রয়ডারি, অ্যাপলিক, সিকুয়েন্স, লেস বা কারচুপির কাজ করা হয়েছে। আর ছেলেদের পোশাকে অনুসরণ করা হয়েছে স্লিম ফিট এবং ফেব্রিক বৈচিত্র্য।
এক্সট্যাসির ফেসবুক পেজে (facebook.com/liveinxtasy) থাকছে নিত্যনতুন পোশাকের আপডেটসহ বিভিন্ন ইভেন্টের আপডেট খবর।