ছেলেদের কত দিন পর পর চুল কাটানো উচিত?
অধিকাংশ ছেলেরা চুল পড়া, অকালপক্বতার সমস্যায় ভুগছেন। এর একটা বড় কারণ হলো- সঠিক সময়ে চুল না কাটানো। ঠিক কতদিন অন্তর চুল কাটালে চুলের স্বাস্থ্য ভাল থাকবে, তা বুঝতে পারেন না অনেকেই।
এজন্য চুল পড়া বন্ধ করতে হয় এবং চুলের স্বাস্থ্য ভাল রাখতে নির্দিষ্ট সময় পর পর চুল কাটানো খুব জরুরি। তা ছাড়া চুলের ধরন, ঘনত্ব বুঝেও তা ঠিক করতে হয়। জেনে নিন ছেলেরা কতদিন অন্তর চুল কাটাবেন?
– ছোট চুলের স্টাইলের জন্য আরও ঘন ঘন চুল কাটার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ পর পর চুল ছাঁটালেই হবে। এর কারণ হল চুল বেশি বড় হয়ে গেলে স্টাইল নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া, ঘন ঘন চুল কাটলে, চুল পরিষ্কার থাকে।
– প্রতি ৪-৬ সপ্তাহ পর পর চুল কাটা দেরকার। চুলের দৈর্ঘ্য মাঝারি হলে চার থেকে ছয় সপ্তাহ অন্তর চুল কাটালে ভাল। এতে চুলের বৃদ্ধি হবে।
– যে ছেলেদের চুল একটু লম্বা, কাঁধ-ছাপানো, তারা ৬ থেকে ৮ সপ্তাহ অন্তর চুল কাটালে চুলের ঘনত্ব বাড়বে।
সূত্র : বোল্ডস্কাই