শুরু হলো পঞ্চম ডেনিম উৎসব
বাংলাদেশে তৈরি ডেনিমের বিশ্ববাজার আরো প্রসারিত করতে আজ বুধবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে শুরু হলো দুই দিনব্যাপী পঞ্চম ‘ডেনিমস অ্যান্ড জিনস ডটকম বাংলাদেশ শো-২০১৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হোসাইন খালিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ডেনিম অ্যান্ড জিনস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়ালসহ আরো অনেকে।
প্রধান অতিথি গওহর রিজভী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নিরাপদ ব্যবসায়িক অঞ্চল তৈরি হবে আগামী দিনে। এ জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে।’
‘ডেনিম প্লেয়ারদের’ অদম্য মন্ত্রে উজ্জীবিত হয়ে এবারের আয়োজনের থিম ঠিক করা হয়েছে ‘ডেনিম ইন ফ্যাশন’। ডেনিম মেলায় দেশ-বিদেশের উদ্যোক্তারা তুলে ধরবেন তাঁদের রকমারি উদ্ভাবন। বিশ্বের খ্যাতনামা প্রায় ৩২টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এই আয়োজনের সঙ্গে যোগ দিয়েছে। দুই দিনব্যাপী এই ডেনিম উৎসবে ডেনিমবিষয়ক সেমিনার এবং ফ্যাশন শোর পাশাপাশি থাকবে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্য থেকে ইয়াং ফ্যাশন ট্যালেন্ট খুঁজে বের করতে একটি ফ্যাশন প্রতিযোগিতা। এবারও টেকিনিক্যাল পার্টনার (Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit) জি আই জেড।
গত কয়েকবারের মিলনমেলায় দেশ-বিদেশের খ্যাতিমান খুচরা ও পাইকারি বিক্রেতা, কারখানা, বায়িং হাউসসহ আরো যেসব খ্যাতিমান ব্র্যান্ডের হাজিরা ঘটেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—টেসকো, টম টেইলার, সিঅ্যান্ডএ, কেয়ারেফোর, কুলক্যাট, সিলিও, চার্লস ভোগলে, ইউনিকলো, এস অলিভার, ওয়ালমার্ট, ডেবেনহ্যামস, ডিউহাস্ট, এল কোর্টে ইনগলস, এসপিরিট, গ্রুপপো কয়েন, এইচ অ্যান্ড এম, হেমা, হারমিস, ওটো, কাপপাহল, কেমার্ট, এলসিওয়াইকিকি (টেমা), লেভিস্ট্রস অ্যান্ড কো, লি অ্যান্ড ফাং, লিনডেক্স, মার্ক অ্যান্ড স্পেন্সার, মনডায়াল, নিউটাইমস, নেক্সট, পেরিএলিস, পিভিএইচ, রেডপয়েন্ট, সেইনসবারিস, টার্গেট এবং ভিএফ।