উদ্যোক্তাদের কর্মশালায় আফরোজা পারভীন
অনেক বিউটি উদ্যোক্তা অর্থাৎ বিউটি সেলুনের মালিক আছেন বা হতে চান তাঁরা কীভাবে এই ব্যবসা শুরু করবেন বা সফলভাবে পরিচালনা করবেন তা বুঝে উঠতে পারেন না। এমনকি কোথায় বিশেষজ্ঞদের কাছে শিখতে পারবেন সে বিষয়েও কিছু জানেন না। তাঁদের সুবিধার্থেই এসএমই ফাউন্ডেশন বিভিন্ন জেলা থেকে যাঁরা বিউটি বিভাগে কাজ করতে ইচ্ছুক, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। যার তত্ত্বাবধানে রয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন।
রেড বিউটি সেলুনের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, ‘সৌন্দর্যবিষয়ক এই কর্মশালা নারী উদ্যোক্তাদের জন্য বড় একটা ক্ষেত্র। যেখানে রূপচর্চা বিষয়ে শেখার অনেক সুযোগ রয়েছে। আমার নিজস্ব একটি বিউটি সেলুন রয়েছে। তাই আমি নারী হিসেবে চাই এই জায়গাটি আরো প্রসারিত হোক। তবে অবশ্যই এ বিষয়ে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের দেশে মাঠপর্যায়ে এ বিভাগে শেখার কোনো সুযোগ নেই। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের শেখার কোনো সুযোগ থাকে না। তাই উদ্যোক্তাদের সুবিধার্থে এসএমইর এই কর্মশালায় আমি তাঁদের শেখানোর চেষ্টা করে থাকি।’
এসএমই (স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেইনার) সরকারি একটি ফান্ড। যেখানে জেলাভিত্তিক রূপচর্চাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তবে যাঁরা শুধু বিউটি উদ্যোক্তা হতে চান, তাঁদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।
মেকআপ এবং হেয়ার স্টাইলিংয়ের ওপর পাঁচদিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। মোট ৩০ জন এতে অংশগ্রহণ করতে পারেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালায় সৌন্দর্য বিষয়ে বিভিন্ন বিষয়ে শেখানো হয়। এই কোর্সের জন্য বাড়তি কোনো টাকার প্রয়োজন নেই। শুধু ৫০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র দেখে সেখান থেকে বাছাই করে ইন্টারভিউর জন্য ডাকা হয়। বাছাই পর্ব শেষে তাঁদের কর্মশালায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। পরবর্তী ১৫ দিনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য এখান থেকেই বাছাই করা হয়ে থাকে। তবে যাঁদের নিজস্ব বিউটি সেলুন রয়েছে, শুধু তাঁরাই পরবর্তী দীর্ঘমেয়াদি কর্মশালায় অংশ নিতে পারবেন।
ঢাকা, বগুড়া, দিনাজপুর ও রংপুরে এই বিউটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। আগামী এপ্রিল মাসের ৫ তারিখ থেকে ঝিনাইদহে নতুন কর্মশালার আয়োজন করা হয়েছে। এর বাছাই পর্ব শেষ। তবে আগামী কর্মশালার আয়োজন জানতে পারবেন www.smef.org.bd ওয়েবসাইটের মাধ্যমে।