সাবেক সঙ্গীর কাছে ফিরে যাওয়া কি ঠিক?
প্রেমের সম্পর্কে কখনো ভালোবাসা থাকে, কখনো ঝগড়া থাকে কখনো বা ঘটে বিচ্ছেদ। এটা খুবই স্বাভাবিক বিষয়। কেউ কেউ বিচ্ছেদের পর একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না। কেউ আবার সারা জীবন মনের মানুষটির অপেক্ষায় পার করে দেয়। আবার এমন অনেকেই আছে, যারা বিচ্ছেদের কিছুদিন পর আবারও পুরোনো সম্পর্কে ফিরে আসে। অবশ্য এমন মানুষের সংখ্যা খুবই কম। আপনি কি তাদেরই দলে? হয়তো বেশিদিন হয়নি আপনাদের বিচ্ছেদের। সাবেক সঙ্গীর কাছে ফিরে যেতে চাইছেন। কিন্তু বুঝতে পারছেন না- ফিরে যাবেন কি না। এমন দ্বিধাদ্বন্দ্বে থাকলে টাইমস অব ইন্ডিয়ার এই কুইজের প্রশ্নের উত্তর মিলিয়ে নিন। আপনি তার কাছে ফিরে যাবেন কি না- এই উত্তর থেকেই বুঝতে পারবেন।
প্রশ্ন : সাবেক সঙ্গী কি আপনার সঙ্গে প্রতারণা করছে, আর এ কারণেই আপনাদের বিচ্ছেদ হয়েছে?
১. হ্যাঁ, আমার সঙ্গী আমার সঙ্গে প্রতারণা করছে। আর এ কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, বিশ্বাস হারিয়ে ফেলেছি।
২. না, আসলে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এ জন্যই আমরা বিচ্ছেদ করেছি। আমরা কেউ কারো সঙ্গে প্রতারণা করিনি।
প্রশ্ন : আপনাদের বিচ্ছেদ কি নিজেদের সম্মতিতে হয়েছে?
১. না, আমরা কবে, কীভাবে, কখন বিচ্ছেদ করব এটা নিয়ে কখনোই চিন্তা করিনি। হুট করেই করে ফেলেছি।
২. হ্যাঁ, আমরা নিজেদের সম্মতিতেই বিচ্ছেদ করেছি।
প্রশ্ন : আপনারা কি খুব বাজেভাবে বিচ্ছেদ করেছেন?
১. হ্যাঁ, খুবই বাজেভাবে বিচ্ছেদ হয়েছে আমাদের। বিচ্ছেদের আগে অনেক ঝগড়া হয়েছে আমাদের।
২. না, যেহেতু আমরা নিজেদের সম্মতিতে বিচ্ছেদ করেছি এ কারণে আমাদের সম্পর্কটা বাজেভাবে শেষ হয়নি। এখনো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
প্রশ্ন : কেন আপনার সাবেক সঙ্গীর কাছে ফিরে যাওয়া উচিত?
১. আমার খুব একা লাগছে। কাউকে প্রয়োজন সময় কাটানোর জন্য। একা থাকা খুবই কষ্টের।
২. আমরা একসঙ্গে সুখে ছিলাম। আমি সেই দিনগুলো খুবই অনুভব করি। আবার যদি আমি তার সঙ্গে সময় কাটাতে পারতাম!
প্রশ্ন : নিজের পরিবার ও বন্ধুদের কাছে জানতে চান আপনার সাবেক সঙ্গীর কাছে ফিরে যাওয়া ঠিক হবে কি না।
১. আমার মনে হয় তারা বলবে, ‘তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? এত কিছুর পর সে তোমাকে কখনো মেনে নেবে না। এটা কখনো কোরো না।’
২. আমার মনে হয় তারা অনেক খুশি হবে। সবাই মনে করত আমরা অনেক ভালো একটি জুটি। এখন আমার মনে হচ্ছে তারা ঠিকই ভাবত।
আপনার সব প্রশ্নের উত্তর যদি (১) হয় তাহলে :
আপনার বোঝা উচিত, এটা মোটেই ভালো সিদ্ধান্ত না। শুধু একাকিত্ব দূর করার জন্য সাবেক সঙ্গীর কাছে ফিরে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আপনারা কখনোই সুখী হতে পারবেন না। এর থেকে ভালো দুজন আলাদা করে সঙ্গী বেছে নিন এবং সুখে থাকুন।
আপনার সব প্রশ্নের উত্তর যদি (২) হয় তাহলে :
আপনারা দুজন আবারও এক হলে সুখে থাকবেন। কারণ আজও আপনারা একে ওপরকে অনুভব করেন। এর মানে ভালোবাসা এখনো আছে, যা সম্পর্ক প্রাণ ফিরিয়ে আনবে। তাই আর দেরি না করে সাবেক সঙ্গীর কাছে ফিরে যান।