সন্তানের আট ধরনের ছবি সামাজিক মাধ্যমে দেবেন না
ইদানীং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছবি দিতে পছন্দ করেন অনেকেই। নিজের ছবি তো দেনই, সাথে সাথে নিজের সন্তানের নানা ধরনের ছবিও পোস্ট করেন ফেসবুক, টুইটার বা ইন্সটাগ্রামে। সন্তানের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তটি হয় তো অনেকেই ভাগাভাগি করে নিতে চান ফেসবুক বন্ধুদের সাথে। কিন্তু সব মুহূর্তের ছবি কি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা ঠিক? সন্তানের জন্মদিন বা অন্য যেকোনো অনুষ্ঠানের ছবি আপনি পোস্ট করতেই পারেন তবে কিছু ছবি পোস্ট না করাই ভালো। সন্তানের আট ধরনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা ঠিক নয় বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সন্তানদের দেখভাল করা বিষয়ক ওয়েবসাইট প্যারেন্টিং। চলুন দেখে নিই সন্তানের কোন আট ধরনের ছবি পোস্ট দেওয়া ঠিক নয়।
সন্তানের গোসলের ছবি
গোসলের সময় সন্তানকে নিশ্চয়ই কাপড় পরিয়ে গোসল করান না, তাই না? তাই সন্তানের বস্ত্রহীন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করবেন না। এ ধরনের ছবি খারাপ মানুষের হাতেও পড়তে পারে। তাই নিজের সন্তানের গোসল করানোর ছবি ভুলেও পোস্ট করবেন না।
সন্তান অসুস্থ হলে বা ব্যথা পেলে
বাবা-মা হিসেবে সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করা আপনার দায়িত্ব। আর আপনি যদি অসুস্থ সন্তানের ছবি ফেসবুক বা টুইটারে দিয়ে সবার দোয়া চান তাহলে এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ছবি পোস্ট করা উচিত আর কোনটি উচিত নয়। আপনার সেই সময় উচিত সন্তানের যত্ন নেওয়া, তার ছবি তুলে ফেসবুকে দেওয়া নয়।
সন্তানকে শাস্তি দেওয়ার ছবি
সন্তানকে রাগ করে কিছু বলা, তাকে শাস্তি দিলে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। এ ধরনের বিষয় সবার সামনে প্রকাশ না করাই ভালো। কারণ এর অনেক বাজে প্রভাব সন্তানের ওপর পড়তে পারে, সে অপমানিত বোধ করতে পারে। বিষণ্ণতায়ও ভুগতে পারে আপনার সন্তান এবং এতে আপনার প্রতি তার একটি খারাপ মনোভাব তৈরি হতে পারে।
সন্তানের ব্যক্তিগত পরিচয়
কখনোই সন্তানের পুরো নাম, কোন স্কুলে পড়ে, কোথায় কোচিং করে এগুলো পোস্ট করবেন না। এমনকি স্কুলের সামনে দাঁড়ানো ছবিও দেবেন না। কারণ কার মনে কী আছে কেউ জানে না। এটা আপনার সন্তানের জন্য বিপজ্জনকও হতে পারে। সন্তানের নিরাপত্তার জন্য এমন ছবি পোস্ট করবেন না, যাতে তার নিত্যদিনকার কাজের তালিকা প্রকাশ হয়ে পড়ে।
সন্তানের বন্ধুদের সঙ্গে ছবি
আপনি আপনার সন্তানের ছবি পোস্ট করতে চান এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার সন্তানের বন্ধুদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট না করাই ভালো। কারণ এই বিষয়ে বন্ধুদের মা-বাবার আপত্তি থাকতে পারে।
সন্তানের উদ্ভট ছবি
হয়তো আপনার সন্তান একা একা কোনো একটা উদ্ভট আচরণ করল আর আপনি চট করে তার সেই ছবি তুলে রাখলেন। আবার একান্ত মজার ছলেই সেটি পোস্ট করে দিলেন। মনে রাখবেন আপনার এই পোস্ট করা ‘মজার’ ছবিটি আপনার সন্তানের স্কুলে ছড়িয়ে পড়তে পারে। তখন স্কুলে সে লজ্জার সম্মুখীন হবে এবং বিষয়টি তার খারাপ লাগবে। এমনকি আপনার এমন আচরণে এমনও হতে পারে শিশুটি আর স্কুলেই যেতে চাইবে না। আবার স্কুল থেকে পালিয়েও যেতে পারে। তাই এ ধরনের ছবি পোস্ট করা তো দূরের কথা না তোলাই ভালো।
মাদকের সাথে সন্তানের ছবি
হয়তো আপনি একটা মদের বোতলের সামনে সন্তানকে বসিয়ে ছবি তুলে পোস্ট করে দিলেন। হয়তো সবাই অনেক পছন্দ বা মন্তব্য করলেন। আর আপনিও মজা পেলেন। কিন্তু আপনিই একবার ভেবে দেখুন তো এমন ছবি পোস্ট করা ঠিক? আপনার যেকোনো ভুল আচরণের প্রভাব পড়তে পারে আপনার সন্তানের ওপর। মাদক বা নেশার বস্তুর সঙ্গে সন্তানের শৈশবকে না জড়ানোই ভালো। তাই নিজের সন্তানের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার আগে সাবধান!