আপনার সেরা বন্ধুটিই কিন্তু ভালো শ্রোতা
কথা বলার পাশাপাশি শোনাও বড় একটি গুণ। কেননা, কথা শোনা একদিকে যেমন ধৈর্যের বিষয়, অন্যদিকে মনোযোগেরও। জীবনে এমন অনেক মুহূর্ত রয়েছে, যখন আমরা এমন কারো সান্নিধ্য চাই, যারা কোনো প্রকার বিচার-বিশ্লেষণ কিংবা দাবি ছাড়াই আমাদের মনের কথা শুনবে। কথাটির সত্যতা যাচাই করতে স্থিরচিত্তে ভাবলেই অনুভব করবেন, আপনার সেরা বন্ধুটি সবচেয়ে ভালো শ্রোতা।
বিষয়টি এখনো স্পষ্ট নয়? তাহলে টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাতটি বিষয় পড়ুন, তাহলে জানতে পারবেন আপনার সেরা বন্ধুটিই আসলে আপনার সবচেয়ে ভালো শ্রোতা।
১. যেকোনো সময় ফোন রিসিভ করা
বিষণ্ণতার কারণে মন খারাপ? তাই মন হালকা করতে গভীর রাত কিংবা দিনে আপনি যখন সবচেয়ে কাছের বন্ধুটিকে ফোন করেন, তখন সে বিরক্ত না হয়ে আপনার সঙ্গে কথা বলে। এর কারণ হলো, সে আপনার সেরা বন্ধু।
২. বিব্রতকর কিছু শোনার পর না হাসা
আসল বন্ধু কখনই আপনার সম্পর্কে নেতিবাচক কিছু শুনে হাসবে না। সে সব কথা শুনবে এবং আপনাকে তা ভুলে যেতে বলবে। এমনকি সে পরিস্থিতি থেকে অতিক্রম করতে পরামর্শ ও সাহায্য করে থাকে।
৩. অভিমানের কথা শোনা
একটু ভেবে দেখুন, আপনি কি কখনো এমন সময় পার করেছেন, যখন আপনার সেরা বন্ধুটির কাছে ফোন করে, কান্না করে মনের কষ্ট কিংবা সমস্যার কথা ভাগ করেছেন। আর সেই বন্ধুটি আপনার কান্না থামিয়ে আপনাকে স্বাভাবিক করার চেষ্টায় বিভোর ছিল। যদি এমনটি হয়ে থাকে তাহলে ভাবুন, আজকের দিনে সেরা বন্ধু ছাড়া কারা এমনটা করে...
৪. আলাপচারিতাকালে সেরা বন্ধুটির মনোযোগ স্থির থাকা
সেরা বন্ধু আপনার প্রতিটি কথাই অধিক গুরুত্বের সঙ্গে শুনবে। কখনো অন্যমনস্ক হবে না এবং আপনার কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেবে। এ থেকেই বোঝা যায়, আপনার প্রকৃত বন্ধু আপনার সবচেয়ে ভালো শ্রোতা।
৫. আপনার কথার মাঝে অন্য কথা না বলা
আপনার বন্ধুর সঙ্গে যখন জরুরি কোনো বিষয় নিয়ে কথা বলেন, তখন বিষয়টিকে সে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শোনে। আপনার কথা শোনার জন্য তার গুরুত্বপূর্ণ কাজও অনেক সময় বাতিল করে দেয়।
৬. তার কোনো মতামত আপনার ওপর চাপিয়ে না দেওয়া
আপনার কথাকেই অধিক গুরুত্বসহকারে শুনবে। তার কোনো মতামত কখনো জোরপূর্বক আপনার ওপর চাপিয়ে দেয় না।
৭. একই কথা অধিকবার শুনতে অভ্যস্ত
আপনার একই কথা সে খুশিমনে বারবার শুনছে, কিন্তু কখনো বিরক্ত হয় না। এটাই তো সেরা বন্ধুত্বের পরিচয়।