আপনার জীবনসঙ্গীই শ্রেষ্ঠ, বুঝবেন কীভাবে?
একটি কথা প্রচলিত আছে, ‘যে দম্পতি একসঙ্গে হাসে, তারা একসঙ্গেও থাকে।’ এ কথাটি যে খাঁটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ, যেসব দম্পতি একসঙ্গে হাস্যোজ্জ্বল থাকেন, তাঁদের সম্পর্ক সুখের হয়। দুজন মানুষ যখন মনের গভীর থেকে একে অপরকে ভালোবাসে, তখন তাদের সুখানুভূতি, দুঃখ, কষ্ট ইত্যাদি আবেগ ভাগাভাগি হয়ে যায়। একে অপরের সুখ-দুঃখের ভাগিদার হয়ে ওঠে তারা। তাই টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তাদেরই বাছাই করুন, যাঁরা হাস্যোজ্জ্বল এবং আপনার আবেগ বুঝতে পারে। বুঝবেন কীভাবে আপনার জীবনসঙ্গী আপনার শ্রেষ্ঠ সঙ্গী? নিচের তালিকায় একটু চোখ বুলিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন পার্থক্যটি।
১. ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সে মুহূর্তেই হেসে ফেলবে।
২. তার স্নিগ্ধ হাসি চারদিকে ছড়িয়ে পড়ে, যা আপনার ডেটকে অমলিন স্মৃতিতে আবদ্ধ করে রাখে।
৩. তাঁর সঙ্গে থাকাকালে কখনো বিরক্ত বা নিস্তেজ হবেন না। কেননা, তাঁর মিষ্টি হাসি আপনাকে প্রাণচঞ্চল রাখবে সর্বদা।
৪. যারা প্রাণখুলে হাসে, তাদের মন ভালো হয়। তাই নেতিবাচক কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না। সে আপনাকে প্রতিটি পদক্ষেপেই উৎসাহ দেবে। এমন মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে আপনার ভালোই লাগবে।
৫. আপনার মনে মজার কোনো কৌতুক ঘুরপাক খাচ্ছে? তাহলে চটজলদি তাঁকে বলে ফেলুন। দেখবেন তাঁর হাসির বন্যা বয়ে গেছে।
৬. সে আপনাকে অনুভব করাবে ‘ভালোবাসা’ মানে দুজনের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত।
৭. আপনারা একসঙ্গে হাসছেন ও কথা ভাগাভাগি করছেন, যা আপনাদের মধ্যকার বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককে গভীর করবে।
৮. গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনি তার সামনে বেশিক্ষণ বিষণ্ণ থাকতে পারবেন না। কেননা, সে অবশ্যই কোনো না কোনো মজার উপায় বের করবে আপনার মন জয় করার জন্য।
৯. সেই মানুষটি আপনার পাশে না থাকলে তাকে প্রচণ্ড মিস করবেন। কারণ, তার হাসির কোলাহলে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। তাই তার অনুপস্থিতিতে আপনি খুব অনুভব করবেন।
১০. মনে রাখবেন, আপনার ভালোবাসা, প্রেরণার কারণেই সে সব সময় হাসিখুশি থাকে।