নারীর যেসব বৈশিষ্ট্য পুরুষদের আকৃষ্ট করে
শারীরিক কারণ ছাড়াও নানা কারণে নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়। বোল্ডস্কাইয়ে প্রকাশিত তালিকায় নজর দিলে জানতে পারবেন পুরুষ শুধু বাহ্যিক সৌন্দর্য কিংবা শারীরিক কারণে নারীকে ভালোবাসে তা নয়। নারীর মধ্যে অনেক গুণের খোঁজ করে পুরুষ। চলুন জেনে নেওয়া যাক কী সেসব গুণ।
১. আপনি যদি ভালো শ্রোতা হন
পুরুষ সব সময় চায় তার নারীসঙ্গী ভালো শ্রোতা হোক। প্রত্যেক পুরুষই চায় তার সঙ্গী মনোযোগ ও ধৈর্য নিয়ে তার কথা শুনুক।
২. স্বতঃস্ফূর্ত মনোভাব যদি থাকে
পুরুষ সঙ্গীর কোনো পরিকল্পনা কিংবা ভাবনায় আপনার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ থাকলে তা খুব ইতিবাচক হিসেবে গ্রহণ করে সে।
৩. খুব ভালো গাড়ি চালক হলে
পুরুষ সঙ্গী থাকাকালে আপনি যদি চালকের আসনে বসেন, এটা খুব রোমাঞ্চকর একটি ব্যাপার হয়। তবে অনেক পুরুষ পছন্দ করেন গাড়ির পাশের আসনে আরাম করে বসবে এবং তার সঙ্গী গাড়ি চালাবে।
৪. সর্বদা হাস্যোজ্জ্বল থাকলে
পুরুষ সেসব নারীদের বেশি পছন্দ করে যারা ছোট বিষয় নিয়ে কাঁদে না কিংবা ছোট সমস্যাকে বড় করে তোলে না। সমস্যা এলে ভেঙে না পড়ে তার মোকাবিলা করতে পারে এমন নারীই বেশ পছন্দ করে পুরুষরা।
৫. যদি ভালো রাঁধুনি হন
পুরোনো কথা প্রচলিত রয়েছে, ‘পুরুষের মন জয় করার সহজ উপায় তার পেটের মাধ্যমে’। প্রত্যেক পুরুষ খুব ভালোবাসে যখন স্ত্রী রান্না করে অধীর আগ্রহে অপেক্ষা করে তার জন্য। সেটা যদি খুব সামান্য কিছুও হয় তাও চলবে।