সঙ্গীর জন্য বদলে যাচ্ছেন না তো?
প্রেমে পড়লে নাকি মানুষ বদলে যায়। কথাটা একেবারে মিথ্যা নয়। তবে পরিবর্তনটি ইতিবাচক না নেতিবাচক, সেটাই বিষয়। সঙ্গীর জন্য নিজেকে বদলানো ভালো, কিন্তু কোনো কিছুই বেশি বেশি ভালো নয়! এই পরিবর্তনের কারণে একটা সময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। এ কারণে আগে জানা প্রয়োজন, আপনি কতটা বদলেছেন? এ ক্ষেত্রে আপনি টাইমস অব ইন্ডিয়ার এই কুইজের উত্তর মিলিয়ে দেখতে পারেন। জেনে যাবেন, আপনার পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক।
কুইজের একটি শর্ত রয়েছে। আপনি একটি প্রশ্নের উত্তর ‘ক’ দিলেন, আরেকটির ‘খ’ দিলেন, তা করা যাবে না। হয় সব ‘ক’, নয়তো সব ‘খ’।
১. আপনি একটি নতুন পোশাক কিনেছেন। খুব শখ করে পোশাকটি পরে সঙ্গীর সামনে গেলেন। অথচ সঙ্গী একবার দেখার পর বলল, ‘পোশাকটি তোমাকে একেবারেই মানায়নি।’ এই কথা শুনলে আপনি কী করবেন?
ক. আপনি সঙ্গে সঙ্গে দোকানে চলে যাবেন পোশাকটি বদলাতে। আর সঙ্গীর পছন্দ হবে এমন কিছু কিনে আনবেন।
খ. আপনি পোশাকটি নিজের কাছে রেখে দিবেন। এটা আপনি পছন্দ করে কিনেছেন। সঙ্গী পছন্দ না করলেও আপনি পোশাকটি পরবেন।
২. আপনার মতের সঙ্গে সঙ্গীর মত কখনোই মেলে না। এ ক্ষেত্রে আপনি কী করেন?
ক. সঙ্গীর মতামতে আপনার কখনো আপত্তি থাকে না। এমনকি আপনি কিছু মনেও করেন না।
খ. আপনি আপনার মত বদলাতে রাজি হন না। কারণ আপনি জানেন, আপনার সিদ্ধান্ত ভুল না।
৩. আপনার বান্ধবীর বিয়ে। সে আপনাকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে চাচ্ছে। তখন আপনার জবাব কী হয়?
ক. আমাকে এক ঘণ্টা সময় দিলে ভালো হয়। আগে দেখি আমার প্রেমিকের আজ কোনো পরিকল্পনা আছে কি না।
খ. অবশ্যই। কখন-কোথায় যেতে হবে জানালেই হবে।
৪. যদি আপনার বন্ধুদের কাছে আপনার সম্বন্ধে জানতে চাওয়া হয় তাহলে তারা আপনার সম্বন্ধে কী বলবে?
ক. কে? সে? ও তো অনেক বদলে গেছে। আমরা নিজেরাই তাকে এখন আর বুঝতে পারি না।
খ. ও খুবই ভালো। আমরা তাকে খুবই পছন্দ করি। সে জানে কীভাবে প্রেমিক ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য রাখতে হয়।
এই প্রশ্নগুলোর উত্তর ‘ক’ না ‘খ’ মিলিয়ে নিন। এখানেই আপনি উত্তর পেয়ে যাবেন, সঙ্গীর জন্য কতটা বদলেছেন আপনি।
উত্তর ১ : আপনি এমন একজন মানুষ যিনি সঙ্গীর সঙ্গে সবসময় আঠার মতো লেগে থাকতে চান। সঙ্গীর ‘হ্যা’-তে আপনার ‘হ্যা’, সঙ্গীর ‘না’-তে আপনার ‘না’। এর একটাই কারণ, এই সম্পর্ক নিয়ে আপনি সবসময় ভয়ে ভয়ে থাকেন। ভাবেন, আপনার সঙ্গী হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। এ কারণে আপনি তার মতের বিরোদ্ধে যেতে চান না। সঙ্গীকে অতিরিক্ত ভালোবাসা খারাপ কিছু না। তবে সঙ্গীর জন্য নিজেকে বদলানো মোটেই বুদ্ধিমানের কাজ না। না হলে একটা সময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন।
উত্তর ২ : আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি এখনো নিজের মনের কথা শোনার ক্ষমতা রাখেন। এটা খুবই ভালো লক্ষণ যে, আপনি এখনো আগের মতোই আছেন। আপনি জানেন, সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে। তাই তার জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই আপনার।