দুর্গাপূজায় ‘বিশ্বরঙ’-এর আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের দুর্গাপূজায় ‘বিশ্বরঙ’ -এর আয়োজনে রয়েছে দুর্গাদেবীর ত্রিশূল মন্ত্র দিয়ে সাজানো বিভিন্ন নকশা দিয়ে তৈরি শাড়ি, পাঞ্জাবি, সেলোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফতুয়া, টি-শার্ট, উত্তরীয় ও বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার।
বিশ্বরঙ-এর পোশাকে মূলত রং এর প্রাধান্য থাকে, এবারও এর ব্যতিক্রম ঘটেনি। প্রায় সব ধরনের উজ্বল রং যেমন লাল, কমলা, ম্যাজেন্টা, নীল, হলুদ, বেগুনি, সবুজ ইত্যাদি রঙের বর্ণিল ব্যবহার রয়েছে। ভ্যালু এডিশন হিসেবে স্ক্রিন প্রিন্ট এবং হ্যান্ড অ্যাম্ব্রয়ডারির ব্যবহার বেশি করা হয়েছে। এ ছাড়া ব্লক, স্প্রে, টাই-ডাই, অ্যাপলিক, মেশিন অ্যাম্ব্রয়ডারি, কারচুপি, আড়ি ইত্যাদি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
পোশাকের মূল উপকরণ 'কাপড়' তৈরি হয়েছে টাঙ্গাইল, রাজশাহী, মানিকগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, মিরপুর, কুমিল্লা প্রভৃতি স্থানে। নিজস্ব তাঁতে বোনা কাপড়ের বুননেও আনা হয়েছে নতুনত্ব। তাঁতের বুননে তৈরি এক্সক্লুসিভ শাড়ির পাশাপাশি হাফসিল্ক, মসলিন, রেশমি কটন, ধুপিয়ানের শাড়িতে বিভিন্ন কাজ করা হয়েছে।
এ ছাড়া এবারের পূজা উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করেছে সেলফি প্রতিযোগিতা। বিশ্বরঙ-এর পোশাক পরে সেলফি তুলে সেই ছবি বিশ্বরঙ-এর ফ্যান পেইজে হ্যাশট্যাগের মাধ্যমে আপলোড দিলেই জিতে নিতে পারেন বিশ্বরঙ-এর পুরস্কার।