মায়ের জন্য উপহার
মা, পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ। যাঁর ভালোবাসা, মায়া বা টান কোনো কিছু দিয়েই পরিমাপ করা সম্ভব না। এটা সত্য যেকোনো উপহারই মায়ের সমতুল্য না। তবুও মা দিবসে মায়ের হাতে তাঁর কোনো প্রিয় জিনিস দিয়ে বলুন, তোমাকে অনেক ভালোবাসি।
আগামীকাল রোববার মা দিবস। সাধারণত মা দিবসে এমন কোনো উপহার দেওয়া উচিত যা মায়েদের খুব পছন্দের। ছোটবেলা থেকেই তো মাকে দেখছেন। একটু ভেবে দেখুন মায়ের কী ভালো লাগে বা কী পছন্দ। আর বেছে নিন মায়ের মনের মতো একটি উপহার।
মায়ের জন্য উপহার বাছাইয়ের কিছু পরামর্শ :
- মা যদি গান শুনতে ভালোবাসেন, তাহলে তাঁকে তাঁর পছন্দের কোনো শিল্পীর সিডির কালেকশন দিতে পারেন। অথবা সব প্রিয় শিল্পীর গান বাছাই করে সিডি করে দিতে পারেন। মায়ের পছন্দের সিনেমার ডিভিডিও গিফট করতে পারেন।
- গহনা সব নারীই পছন্দ করেন। মাকে সোনা বা হীরের গহনা দিতে পারেন। তাঁকে সাথে নিয়ে গিয়ে কিনে দিতে পারেন যাতে তাঁর পছন্দ হয়।
- কাজে লাগবে পার্স বা ব্যাগ। দামি ব্যাগ বা পার্স কিনে দিতে পারেন। সম্ভব হলে দেশের বাইরে থেকেও কিনে আনতে পারেন, যদি মায়ের পছন্দের কোনো আলাদা ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডের ব্যাগ কিনে দিতে পারেন।
- বিভিন্ন ধরনের পাখি কিনতে পারেন মায়ের এই দিনটিকে আরো স্পেশাল করার জন্য।
- অবসরে যদি মায়ের সঙ্গী বই হয়ে থাকে তাহলে তাঁর এই প্রিয় বইকেই উপহার হিসেবে বেছে নিন। দেখবেন, মা ভীষণ খুশি হবেন।
- মা দিবসের বিভিন্ন মগ কিনতে পাওয়া যায়। সেখান থেকে মায়ের জন্য মগ কিনতে পারেন।
- মায়ের পছন্দের শাড়িও হতে পারে দারুণ একটা উপহার। যে রংটা মায়ের ভালো লাগে সেই রঙের একটা শাড়ি কিনে দিন মাকে।
- সুগন্ধী কিনে দিতে পারেন। ঢাকা ও দেশের বড় বড় শহরে নানা দামি ব্র্যান্ডের সুগন্ধী পাওয়া যায় এখন। সেখানে থেকে সংগ্রহ করতে পারেন।
- কেক কেটে এবং ফুল দিয়েও মাকে খুশি করতে পারেন। এই উপহারটিও মায়ের বেশ পছন্দ হবে।
- মায়ের সঙ্গে সারাদিন সময় কাটান। হয়তো ব্যস্ততার কারণে মাকে একদম সময় দিতে পারেন না। তাই এই দিনটা মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। সারাদিন মায়ের কাছাকাছি থাকলে মায়ের জন্য এটাই অনেক বড় উপহার হবে।
- মাকে নিজের হাতে স্পেশাল কিছু রান্না করে খাওয়ান। যা তাঁর খেতে পছন্দ। মনে রাখবেন মায়েরা ছোট ছোট বিষয়গুলোতে অনেক বেশি আনন্দ পায়।
- মায়ের কোনো প্রিয় জায়গা থেকে বেরিয়ে আসুন। অনেক দিন যেখানে তাঁর যাওয়া হয় না। মাকে নিয়ে সিনেমা দেখতে যেতে পারেন।
- মায়ের প্রিয় কোনো রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে যেতে পারে। অর্ডার করুন মায়ের পছন্দের খাবারগুলো।
- মায়ের প্রিয় মুহূর্তের পুরনো কোনো ছবি ফ্রেমে বাঁধাই করে দিতে পারেন। এতে তিনি অনেক খুশি হবেন। ভালো শিল্পী পেলে স্কেচ আঁকিয়ে নিতে পারেন, একটু আলাদা হবে ব্যাপারটা।
- মায়ের পুরনো চশমার ফ্রেমটি বদলে নতুন একটি ফ্রেম কিনে দিন। এটাও মায়ের জন্য ভালো চমক হতে পারে।
- পছন্দের কোনো গাছ উপহার দিতে পারেন। মায়ের রুমের বারান্দায় কয়েকটি গাছের টব এনে সাজিয়ে দিতে পারেন।
- কিছু নিজের মনের কথা যা মাকে কখোনোই বলা হয়নি সেই কথা কার্ডে লিখে দিতে পারেন।
- যারা মায়ের থেকে দূরে থাকেন তাঁরা মাকে টাকা বা প্রাইজবন্ড পাঠিয়ে দিতে পারেন। মা তাঁর পছন্দের কিছু কিনে নিতে পারবেন তা দিয়ে।