প্রেমিকার কাছ থেকে পুরুষ যা আশা করে
কেউ একা জীবন কাটাতে চায় না। জীবনে চলার জন্য সঙ্গী প্রয়োজন। তবে সঙ্গী যেন ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। নারীরা অনেক সময় পুরুষ সঙ্গীর কাছে তাদের মনের চাওয়া জানাতে পারলেও, পুরুষরা নিজেদেরটা প্রকাশ করতে পারে না। একজন পুরুষ কী চায় নারী সঙ্গীর কাছে, তা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এক নজরে দেখে নিন কী সেগুলো।
আত্মবিশ্বাসী হওয়া
যুদ্ধ ক্ষেত্রে সাহস ও উৎসাহ জোগানোর জন্য যেমন বিশ্বস্ত সেনাপতির প্রয়োজন। তেমনি প্রতিটি পুরুষ আত্মনির্ভরশীল নারীকে চায়। যে বিভিন্ন সময় তাকে অনুপ্রেরণা দেবে, সাহস জোগাবে। সমস্যায় সমাধান দিবে।
উৎসাহ দেওয়া
প্রতিটি পুরুষের চাওয়া তাদের নারী সঙ্গী শুধু পাশেই থাকবে না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। শুধু তাই নয় স্বপ্ন পূরণের জন্য উৎসাহ ও অনুপ্রেরণাও দেবে।
সন্দেহ না করা
বিশ্বাস যেকোনো সম্পর্কের স্তম্ভ। বিশ্বাস যত শক্তিশালী হবে সম্পর্ক তত গভীর হবে। নারীরা যদি কথায় কথায় পুরুষকে সন্দেহ করে, তাহলে পুরুষ সঙ্গী মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়বে। তাই নারীর কাছ থেকে পূর্ণ স্বাধীনতা আশা করে একজন পুরুষ।