পাঁচ উপায়ে জমিয়ে তুলুন সম্পর্কের রসায়ন
টবে রাখা ছোট একটা ফুলের গাছেও নিয়মিত পানি দিতে হয়। না হলে গাছটা মরে যায়। আর মানুষের সম্পর্ক নিশ্চয়ই সেই গাছের চেয়ে বেশি মূল্যবান। সেটাকে টিকিয়ে রাখতে এবং ভালো রাখতে হলে যত্ন তো নিতেই হবে। ছোট ছোট কিছু বিষয় সম্পর্কে প্রাণ ধরে রাখে। অনেকেই আছেন যাঁরা সম্পর্ককে টিকিয়ে রাখেন ঠিকই কিন্তু তাতে থাকে না কোনো অনুভূতি, থাকে না কোনো টান।
বোল্ডস্কাই ওয়েবসাইটে খুব সংক্ষেপে সম্পর্ককে টিকিয়ে রাখার পাঁচটি উপায় দেওয়া হয়েছে। এগুলো প্রয়োগ করে দেখতে পারেন।
১. কাজের ফাঁকে খোঁজ-খবর নেওয়া
দৈনন্দিন জীবনে ব্যস্ততার কমতি নেই। তাই বলে তো আর সবকিছু ভুলে থাকলে চলবে না। কাজের মাঝে খানিকটা সময় রেখে দিন প্রিয়জনের জন্য। সময়-অসময়ে খোঁজ-খবর নিন সঙ্গীর। কী করছে, খেয়েছে কি না- এসব ছোট ছোট বিষয়গুলো জিজ্ঞেস করুন। এতে সম্পর্কে নতুন করে টান অনুভব করবেন।
২. ধারে কাছে ঘুরতে যাওয়া
সাপ্তাহিক ছুটির দিন কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এতে পারস্পরিক সম্পর্ক আরো গাঢ় হবে। কিছু সময়ের জন্য নিজেদের আলাদা করে সময় দিতে পারবেন। যা সম্পর্ককে আরো মজবুত করবে।
৩. উপহার দেওয়া
না জানিয়ে উপহার দেওয়ার আনন্দ অন্যরকম। এটি সম্পর্ককে আরো জীবন্ত করে। তবে এর মানে এই নয় যে সঙ্গীকে অনেক দামি উপহার দিতে হবে। সাধারণ ছোট ছোট উপহারও সঙ্গীকে আনন্দ দেয়। স্পেশাল হওয়ার অনুভূতি দেয়। যা দুজন দুজনকে আরো কাছে আনে।
৪. একসঙ্গে খেতে যাওয়া
শহরে তো প্রতিদিনই নতুন নতুন খাবারের দোকান খুলছে। মাঝে মাঝে ঘরের খাবার ফেলে দুজনে নতুন খাবারের স্বাদ নিতে যেতে পারেন। এতে অনেকটা সময় একসঙ্গে কাটানো হবে। নিজেদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া হবে।
৫. বিশেষ দিনগুলো মনে রাখা
প্রথম দেখা, প্রথম কথা, প্রথম চিঠি, প্রথম টেক্সট ম্যাসেজ- এই রকম অনেক প্রথম কিছু নিয়েই পরিপূর্ণতা পায় সম্পর্কগুলো। এই দিনগুলো ভুলে গেলে চলবে না। বরং দিনগুলোকে নিজেদের মতো করে আরো বেশি আনন্দমুখর করে তুলুন। একে অন্যকে কতটা গুরুত্ব দিচ্ছেন এতে তাই প্রমাণিত হয়।