কেমন হবে এবারের ঈদ মেকআপ?
এবারের ঈদ উদযাপিত হতে যাচ্ছে বর্ষাকালে। এ সময় আবহাওয়া বদলে যায়। বাতাসে আদ্রতা থাকে। তাই এ সময় মেকআপ একটু সচেতনতার সাথে করতে হবে। আর ঈদের দিনে না সেজে থাকাটা খুবই বেমানান। সবাই একটু হলেও চাইবে নিজেকে সুন্দর দেখাতে। তাই আপনাকে কিছু টিপস মেনে চলতে হবে। যা বৃষ্টির আবহাওয়াকে জয় করতে সহায়তা করবে। পানি-প্রতিরোধী ফাউন্ডেশন এবং আইলাইনার নির্বাচন করুন। এর পাশাপাশি আরও কিছু সতর্কতা মেনে চলুন।
স্নেহা সিং, ফেস কানাডার গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান, এইচটি লাইফস্টাইলের সাথে কিছু টিপস শেয়ার করেছেন। যা এই বর্ষাকালে আপনার মেকআপকে রাখবে দীর্ঘক্ষণ স্থায়ী ও সুন্দর।
প্রাইমার
বর্ষাকালে ম্যাটফায়িং প্রাইমার প্রয়োগ করুন। এটি একটি মসৃণ লুক দেবে। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করবে। মেকআপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।
লাইটওয়েট ফাউন্ডেশন
আর্দ্রতা এবং বৃষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য হালকা এবং পানি-প্রতিরোধী ফাউন্ডেশন বেছে নিন। এটি আপনার মেকআপ নষ্ট হতে দেবে না। মুখ থেকে মেকআপ গলে যাওয়ার ভয়ও থাকবে না।
আইশ্যাডো, আইলাইনার এবং মাস্কারা
বর্ষাকালে ওয়াটার প্রফ আইশ্যাডোগুলো বেছে নিন। আইলাইনার ও মাস্কারাও হতে হবে ওয়াটার প্রফ। এতে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখোমুখি হলেও আপনার মেকআপ মুছে যাবে না।
ম্যাট লিপস্টিক
বর্ষাকালে অবশ্যই ম্যাট লিপস্টিক বেছে নেন। এতে আপনার ঠোঁট উজ্জ্বল দেখাবে। সহজে মুছে যাবে না।
পাউডারের ব্যবহার
আর্দ্রতায় আপনার ত্বক চিটচিটে এবং চকচকে দেখাতে পারে। তাই মেকআপ সেট করতে একটি তেল-শোষণকারী পাউডার ব্যবহার করুন। মুখের টি-জোনে পাউডার হালকা ভাবে প্রয়োগ করুন। এতে ত্বকে উজ্জ্বলতা বজায় থাকবে।
সেটিং স্প্রে
আপনার মেকআপটি সেটিং স্প্রে দিয়ে শেষ করুন। এ ক্ষেত্রে, একটি ম্যাট ফিনিশিং সেটিং স্প্রে নির্বাচন করুন। যা মেকআপ দীর্ঘক্ষণ রাখতে সাহায্য করে।
সূত্র- হিন্দুস্তান টাইমস