বর্ষায় সাত ফ্যাশন স্টাইল
অবশেষে দেখা মিলল স্বস্তির বৃষ্টি। রাস্তাঘাট কাদায় ভরে গেছে। রাস্তায় জ্যাম। কিছুদিন পর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যেতে পারে। তাই এ সময় এমন একটি স্টাইল বেছে নেওয়া উচিত যা খারাপ আবহাওয়ার সাথে মানানসই হয়।
ঢিলেঢালা পোশাক পড়ুন
বৃষ্টির দিনে পানিতে ভিজে গেলে জামাকাপড় গায়ের সাথে লেগে থাকে। তাই এ সময় টাইট কাপড় চোপড় এড়িয়ে চলুন। এ সব কাপড়ে অস্বস্তি, ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে। এজন্য ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া ভাল। এ সব পোশাক ভেজা অবস্থায় বা মাঝারি বৃষ্টিতেও আপনার শরীরের সাথে আঁকড়ে থাকে না। ঢিলেঢালা শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ফ্লেয়ার্ড স্কার্ট, ওভারসাইজড জ্যাকেট পড়তে পারেন। যা আপনাকে চ্যালেঞ্জিং আবহাওয়ায় সর্বাধিক আরাম দেবে।
ডেনিম থেকে দূরে থাকুন
যদিও ডেনিম দৈনন্দিন পোশাক হিসেবে উপযুক্ত। তারপরও বর্ষাকালে এটি থেকে দূরে থাকুন। কারণ ভেজা অবস্থায় ডেনিম বা জিন্স ভারী হয়ে যায়। সহজে শুকিয়ে যায় না। তাই এর পরিবর্তে লেগিংস, সুতির প্যান্ট বা শর্টস বেছে নিতে পারেন।
পোশাকের দৈর্ঘ্য
আর্দ্র, ভেজা বা কাদামাখা প্যান্টের চেয়ে বিরক্তিকর জিনিস আর কিছুই নেই। এজন্য বর্ষাকালে পোশাকের দৈর্ঘ্য বিবেচনা করা অপরিহার্য। এ সময় বেশি লম্বা পোশাক পড়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে প্যালাজো, লেগিংস এবং স্কার্ট পরিধান করুন। যা আরাম এবং স্টাইল উভয়ই দিবে।
স্কার্ফ
একটি স্কার্ফ বর্ষাকালে বহন করা অপরিহার্য। ভেজা পোশাক ঢেকে রাখতে আপনার হ্যান্ডব্যাগে একটি স্কার্ফ রাখুন। হঠাৎ বৃষ্টি হলে চুলে স্কার্ফ পেচিয়ে নিতে পারেন। এতে কিছুটা হলেও চুল ভিজে যাওয়া থেকে রক্ষা পাবেন। জ্যামিতিক প্যাটার্ন, বোটানিকাল প্যাটার্ন, অ্যাজটেক প্যাটার্নের মতো সুন্দর ডিজাইনযুক্ত প্রিন্টের স্কার্ফ বেছে নিন।
রঙ
বর্ষাকালে হলুদ, কমলা, লাল এবং গোলাপির মতো উজ্জ্বল রঙগুলো নির্বাচন করুন। সাদা বা ক্রিমের মতো হালকা রঙগুলো এড়িয়ে চলুন। কারণ এগুলো ভিজে গেলে স্বচ্ছ দেখাতে পারে। কাদার দাগগুলো স্পষ্ট হয়ে ওঠবে। এ ক্ষেত্রে, কালো পোশাকও বেছে নিতে পারেন।
আরামদায়ক ফুটওয়্যার
বৃষ্টির দিনে রাস্তায় হাঁটা একটু কষ্টকর। কারণ কাদা থাকে। তাই দৈনন্দিন যাতায়াতের জন্য আরামদায়ক জুতা বেছে নিন। বর্ষাকালে হিল, স্টিলেটস এবং ক্লোজড স্টাইলের জুতা পুরোপুরি এড়িয়ে চলতে হবে। এছাড়াও, চামড়া বা ভেলভেট ফ্যাব্রিক জুতা পড়াও উচিত নয়। উজ্জ্বল রঙের স্যান্ডেল, ফ্লিপ-ফ্লপ, রাবার জুতা, জেলি জুতা বা গামবুট পরুন।
সূত্র- বোল্ডস্কাই