‘ইমোজি’ দিবস আজ
আজ ১৭ জুলাই। ইমোজি দিবস। ইন্টারনেটের যুগে যোগাযোগ এখন একটি সাধারণ ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব সহজেই আপনি সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। এমনকি হাসি, কান্না, রাগও ভাগ করে নিতে পারবেন। এগুলো ইমোজি নামে পরিচিত। এই ইমোজিগুলোরও বিশেষ দিন রয়েছে। ১৭ জুলাই ইমোজি দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন মনোবিজ্ঞানী এবং গবেষকদের মতে, এ সব ইমোজি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রথম ইমোজি তৈরি করেছিলেন জাপানি শিল্পী শিগেতাকা কুরিতা। বর্তমানে দৈনন্দিন জীবনে ইমোজি ব্যবহারের গুরুত্ব স্মরণ করার জন্য প্রতি বছর এই ইমোজি দিবস পালন করা হয়। ইমোজি শেয়ারের মাধ্যমে আপনি আপনার আবেগ উপস্থাপন করতে পারবেন। গঠনমূলক সমালোচনা হালকা করতে এর ব্যবহার অনেকেই করে থাকেন। আমরা চ্যাটে অনেক কথোপকথন নিয়ে দ্বিধায় থাকি। অপরপক্ষের অনুভূতি বুঝতে পারি না। সে ক্ষেত্রে, ইমোজি আমাদের অনেক উপকার করে। এটি ভাগ করার মাধ্যমে আমরা অন্যের অনুভূতি বুঝতে পারি।
ইমোজি ইতিবাচক প্রভাব তৈরি করতে সহায়তা করে। অন্য ব্যক্তির সাথে আরও ভালভাবে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। তাই আজকের দিনে বেশি বেশি চ্যাট করুন। অনুভূতিগুলো ইমোজির মাধ্যমে ভাগ করে নিন।
সূত্র- ন্যাশনাল টু ডে