চমৎকার লুকের জন্য ট্রেন্ডি পাঁচ মেকআপ
মেকআপ নারীদের প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সুন্দর দেখাতে মেকআপের ব্যবহার এখন বেশ বেড়েছে। এতে আত্ন-বিশ্বাসও বাড়ে। যুগের সাথে তাল রেখে পরিবর্তন হচ্ছে মেকআপের স্টাইল। সাজ সজ্জায় যোগ হচ্ছে নতুন নতুন আইটেম। শীত, বসন্ত, গ্রীষ্ম বা শরৎ যে কোনো ঋতুই হোক না কেন, রঙিন মেকআপ চেহারা ট্রেন্ডে থাকে।
পুরষ্কারবিজয়ী পেশাদার মেকআপ আর্টিস্ট সাহিবা কে আনন্দ, এইচটি লাইফস্টাইলের সাথে শীর্ষ পাঁচটি ট্রেন্ডি মেকআপ আইডিয়া শেয়ার করেছেন। যা নিশ্চিতভাবে আপনাকে করে তুলবে আকর্ষণীয়। মনে রাখবেন, মেকআপ আপনার ব্যক্তিগত শৈলী। তাই নিজের পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রথম কাজ।
সোনালী আভা
যেকোনো উৎসবে সোনালী আইশ্যাডোর স্পর্শ যোগ করুন। এ ক্ষেত্রে, বেস খুব লাইট রাখুন। চোখের উপর ঝলমলে সোনালী আইশ্যাডো ব্যবহার করুন। গভীরতার জন্য ক্রিজে গাঢ় রঙের প্রয়োগ করুন। বোল্ড লুক আনার জন্য আইলাইনার ব্যবহার করুন। সবশেষে, ভোলুমাইজিং মাস্কারা দিয়ে শেষ করুন। আপনার চোখের ওপর ফোকাস রাখতে ন্যুড শেডের লিপস্টিক লাগিয়ে নিন। গালে হালকা পিচ ব্লাশ প্রয়োগ করুন। আপনার গালগুলোতে হাইলাইটার লাগিয়ে নিন।
সাহসী এবং উজ্জ্বল লুক
প্রাণবন্ত চেহারার জন্য, বোল্ড এবং উজ্জ্বল রঙগুলো বেছে নিন। নীল, ফুসিয়া, কমলা বা হলুদের মতো উজ্জ্বল রঙের আইশ্যাডোগুলো ব্যবহার করুন। আইলাইনার লাগিয়ে নিন। হালকা শেডের লিপস্টিক বেছে নিন। মনে রাখবেন, চাবিকাঠিটি হল চোখ বা ঠোঁটকে কেন্দ্রবিন্দু হিসাবে রাখা, উভয়ই নয়।
ব্রোঞ্জড গ্ল্যাম
একটি ব্রোঞ্জযুক্ত মেকআপ লুক দিয়ে সানকিসড আভা তৈরি করুন। আপনার গাল, চোখের পাতা এবং চোয়ালে উষ্ণ ব্রোঞ্জার প্রয়োগ করুন। মুখের উচ্চ জায়গাগুলোতে এবং ভ্রুর নীচে একটি ঝলমলে হাইলাইটার ব্যবহার করুন। প্রচুর পরিমাণে মাস্কারা লাগিয়ে নিন। পিচি শেডের ব্লাশ বেছে নিন। চকচকে লিপস্টিকের শেড দিয়ে আপনার মেকআপ শেষ করুন।
স্মোকি লুক
স্মোকি লুক নিতে চোখের জন্য উষ্ণ রঙের আইশ্যাডো বেছে নিন। নীল বা গাঢ় সবুজ রঙ আপনাকে স্মোকি লুক আনতে সাহায্য করবে। ঠোঁটে ন্যুড শেডের ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এই লুকটি আপনার চেহারাকে রহস্যময় করে তুলবে। বিশেষ করে, রাতের অনুষ্ঠানে স্মোকি লুক আপনাকে সবার মাঝে অনন্য করে তুলবে।
ঐতিহ্যবাহী মেকআপ
এই মেকআপের মূল উপাদান কাজল। চোখের নিচে এবং উপরে কাজল লাগিয়ে নিন। এর সাথে লাল বা মেরুন লিপস্টিক যোগ করুন। মেকআপটি শেষ করতে কপালে একটি টিপ দিতে ভুলবেন না।
সূত্র- হিন্দুস্তান টাইমস