শখে শুরু এখন ফটোগ্রাফি পেশা শাহাদাৎ গফুর অমির
ছবি মনের কথা বলে। যুগ যুগ বয়ে চলে স্মৃতি। ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। অনেকেই শখের বসে ছবি তুলতে তুলতে পেশায় পরিণত করেছেন ফটোগ্রাফি। গতানুগতিক পেশার পেছনে না ছুটে এখন অনেক তরুণরাই সৃজনশীল এই পেশাকে বেছে নিচ্ছেন।
তেমনই একজন এই প্রজন্মের তরুণ ফটোগ্রাফার শাহাদাৎ গফুর (অমি) ফ্যাশন এবং কমার্শিয়াল ফটোগ্রাফার হিসেবে গত কয়েক বছর ধরে তিনি সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। ২০১২ সালে শখ থেকেই প্রথমে টুকটাক ছবি তুলতেন। পরে কাজের দক্ষতা বাড়াতে এবং নতুন নতুন বিষয় শিখার জন্য ২০১৩ সালে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এ যোগদান করেন।
সুনিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় ফটোগ্রাফির মাধ্যমে অনেকের নজর কাড়েন তিনি। একের পর এক দুর্দান্ত কাজ করতে থাকেন। ইতোমধ্যে তিনি দেশের বেশ কিছু নামকরা ব্র্যান্ডের সাথে কাজ করেছেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো অপ্পো, অকেশন ম্যাগাজিন, রেনিসেন্স হোটেল, পশ এন্ড পিংক, ফেস্টিভাইব, ক্যাফে ইডেন সহ আরো অনেক ব্র্যান্ড।
ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিতেও বেশ দক্ষতা দেখিয়েছেন শাহাদাৎ গফুর অমি। তার ইচ্ছে আন্তর্জাতিকমানের কাজ করে নিজের ও দেশের মুখ উজ্জ্বল করা।