নারীদের পক্ষ থেকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়ার দিন আজ
প্রেমের চিরাচরিত নিয়ম অনুযায়ী নারীরা সবসময় ছেলেদের কাছ থেকে প্রেম ও বিয়ের প্রস্তাব পাওয়ার আশা করে। যদিও ছেলেরাই এটি সবসময় করে থাকে। এটা নিয়ে ছেলেদের একটি দীর্ঘদিনের আক্ষেপ যে, মেয়েরা কেন ছেলেদেরকে প্রেম নিবেদন করে না। ছেলেদের এ আক্ষেপ পূরণের দিন আজ। কারণ, আজকের দিনটি হলো ছেলেদের। এদিনটি নারীদের পক্ষ থেকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়ার দিন। আর সেটি হলো আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)।
প্রতি চার বছরে এমন দিবস আসে। অনেকে চিন্তা করে দিনটি কীভাবে উদযাপন করবেন। কারও কারও বহুদিনের জমে থাকা আশা আকাঙ্খা পূরণ করার দিন আজ। আর বিয়ের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে পুরষের পক্ষ থেকে নারীকে প্রস্তাব দেওয়ার বিষয়টি বেশি প্রচলিত। প্রেমের ক্ষেত্রেও বেশিরভাগ প্রস্তাবও আসে পুরুষের পক্ষ থেকেই।
তবে, নারীদেরও কি পছন্দের পুরুষকে নিজের মনের কথাটি জানাতে ইচ্ছে করে? বলা হয়ে থাকে,‘লজ্জা নারীর ভূষণ’। আর এই ধারণাকে ভাঙতেই নারীদের জন্যও একটি বিশেষ দিন রয়েছে, যে দিনটি নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেম বা বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। আর এই দিনটি হলো ২৯ ফেব্রুয়ারি। আপনি যদি নারী হয়ে থাকেন আর আপনার যদি পছন্দের পুরুষ থেকে থাকে, তাহলে আজই সে কথা জানিয়ে দিন।
বিবিসি বাংলার তথ্যমতে, ঐতিহ্যগতভাবে লিপ ইয়ারের দিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি মেয়েরা ছেলেদের প্রস্তাব দেয় বলে বিভিন্ন ইতিহাসবিদের কথায় উঠে আসে। যার একটা পঞ্চম শতাব্দীতে সেন্ট ব্রিজেটের ঘটনা, যেটা নিয়ে অবশ্য বেশ বিতর্ক আছে।
বলা হয়ে থাকে, তৎকালীন সময়ে কোনো এক ব্যক্তি সেন্ট প্যাট্রিকের কাছে অভিযোগ করেন, মেয়েরা তাদের পছন্দের মানুষের কাছে প্রস্তাব নিয়ে যেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। সেন্ট প্যাট্রিক তখন মেয়েদের প্রস্তাব দেওয়ার জন্য ওই লিপ ইয়ারের একটি দিন নির্দিষ্ট করে দেন। যেটি হলো সবচেয়ে ছোট মাসের শেষ দিন।
আরেকটা জনপ্রিয় গল্প প্রচলিত আছে যে, স্কটল্যান্ডের রানি মার্গারেট একটা আইন জারি করেন, যে সব পুরুষ লিপ ইয়ারে কোনো নারীর পক্ষ থেকে আসা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে তাদের জরিমানা দিতে হবে। কিন্তু অনেকে আবার বলে থাকেন, সে সময় মার্গারেটের বয়স ছিল মাত্র ৫ বছর এবং তিনি তখন অনেক দূরে নরওয়েতে ছিলেন। এই রীতি আসলে ১৯ শতক থেকে বেশি প্রচলিত হয়।
মনে করা হয় যে, মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার এই রীতি চলে আসছে যখন ইংলিশ আইনে লিপ ইয়ার অর্ন্তভুক্ত হয়নি তখন থেকেই।