আলিয়া ভাটের মতো উজ্জ্বল ত্বক চান? বিনা মেকআপেই কীভাবে সম্ভব
বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকার মধ্যে অন্যতম আলিয়া ভাট। তিনি সেইসব নায়িকাদের মধ্যে একজন যাদের মেকআপের প্রয়োজন নেই। তাঁর ত্বকের ঔজ্জ্বল্য যেন ভুবন মাতানো। হাইওয়ে সিনেমাতে তাঁর সেই বিনা মেকআপের লুকে যেন মন কেড়েছিলেন সকলের। তবে আলিয়া ভাট তাঁর ত্বকের জন্য অনেক কিছু করেন। তিনি মেকআপের চেয়ে ত্বকের যত্নের রুটিনে বেশি মনোযোগ দেন। আর তাই তো তাঁর ত্বক অনেক উজ্জ্বল ও মন মাতানো। আলিয়ার এই রূপের রহস্য কী? এই প্রশ্নই ভক্তের মনে। জানা যায়, আলিয়া ভাট তাঁর ত্বকের যত্ন মোট ছয়টি ধাপে সম্পন্ন করেন। আসুন সম্পূর্ণ রুটিনটি জেনে নিন।
ক্লিনজার
আলিয়া প্রথমে একটি মৃদু ক্লিনজার দিয়ে তাঁর ত্বক পরিষ্কার করেন। এটি আপনার ত্বককে খুব কোমলভাবে পরিষ্কার করবে এবং আপনি শুষ্কতা অনুভব করবেন না।
টোনিং
মৃদু ক্লিনজার পরে টোনিং মিস্ট ব্যবহার করেন তিনি। আলিয়া ভাট সিরামাইড এবং প্রোবায়োটিকের সঙ্গে টোনিং মিস্ট ব্যবহার করেন।
সিরাম
তৃতীয় ধাপে একটি সিরাম ব্যবহার করেন তিনি। তিনি তাঁর ত্বক হাইড্রেটেড রাখতে পেপটাইড সিরাম প্রয়োগ করেন।
ময়েশ্চারাইজার
আলিয়া ভাট একটি লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করেন। যেটিতে সিরামাইড থাকে। এটি তাঁর ত্বককে পুষ্ট করতে সাহায্য করে। আপনি যদি ময়েশ্চারাইজারও ব্যবহার করেন, তাহলে অপ্রয়োজনীয় রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করবেন না।
সানস্ক্রিন
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে, আলিয়া প্রচুর পরিমাণে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন প্রয়োগ করেন। সানস্ক্রিন সবার জন্য প্রয়োজনীয়।
লিপ বাম
ঠোঁটের জন্য লিপ বাম খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের মতো ঠোঁটও ময়েশ্চারাইজড হওয়া উচিত। আলিয়া তাঁর ঠোঁট নরম এবং কোমল রাখতে পেপটাইড লিপ বাম ব্যবহার করে। আলিয়ার মতো আপনিও ত্বকের যত্নে এই রুটিন অনুসরণ করতে পারেন। এ ছাড়াও, আপনার ডায়েটে সেই খাবারগুলোও অন্তর্ভুক্ত করা উচিত যা আপনার ত্বকের উন্নতি করবে। যাতে আপনিও বিনা মেকআপেই উজ্জ্বল ও ঔজ্জ্বল্যদার ত্বক পান।
সূত্র : বোল্ডস্কাই