মোবাইল ফোনে পানি ঢুকলে যেসব ভুল এড়িয়ে চলবেন
প্রবল বৃষ্টিতে রাস্তায় বের হলে আপনার মোবাইল ফোনটি ভিজে গেলেই সমস্যায় পড়তে হয়। অনেকে আবার বিভিন্ন উপায়ে ফোন থেকে পানি বের করার চেষ্টা করেন। এতে সমস্যা সমাধান তো হয়নি উল্টো ক্ষতি আরও বেড়ে যায়। জেনে নিন, ফোনে পানি ঢুকলে যেসব ভুলগুলো একেবারেই করা যাবে না।
– পানি ভেজা ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। আর ড্রায়ার ব্যবহার করলে পানি ফোনের ভিতর আরও ঢুকে যাবে। অনেকে আবার ফোনে পানি ঢুকলে ফোনের ভিতর ফুঁ দেন, এতে কিন্তু পানি ফোনের ভিতরে চলে যায়।
– ভেজা ফোনটি কখনও চার্জিংয়ের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে বিদ্যুতায়িত হওয়ার ভয় থাকে। হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না আপনার ভেজা ফোনটি। এ ক্ষেত্রেও বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কা থাকে।
– অনেকেই ফোনে পানি ঢুকলে সেটিকে চালের ড্রামে ঢুকিয়ে রাখেন। এই পন্থায় কিন্তু মোটেও কোনো কাজ হয় না, উল্টে চালের ভিতরে থাকা ধুলো, চালের গুঁড়ো ফোনের ভিতরে ঢুকে গিয়ে ফোনটি খারাপ হয়ে যেতে পারে।
– পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয় ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভিতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।
– প্রখর রোদ ফোন ফেলে রাখবেন না, এতে ফোনের পানি শুকালেও, তাপের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।