প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে নিজেকে করুন ১০ প্রশ্ন

হলিউড এবং বলিউডের বহু সিনেমাতেই দেখা যায় এক সময়ের প্রেমিক প্রেমিকা পরবর্তী জীবনে ভাল বন্ধু হয়েছেন। ভেঙে যাওয়া প্রেম, তাঁদের বন্ধুত্ব নষ্ট করতে পারেনি। কিন্তু সিনেমার পর্দায় যা সম্ভব, তা কি বাস্তবেও হয়। পুরনো প্রেম এবং তার যাবতীয় মানসিক বোঝা ভুলে কি সত্যিই দু’জন প্রাক্তন প্রেমিক এবং প্রেমিকা বন্ধু হতে পারেন! সেই বন্ধুত্বে কি কখনও পুরনো স্মৃতি চলে এসে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে না?মনোরোগ...