প্রতিষ্ঠাবার্ষিকী
এনটিভিতে রাজনীতির আরো আলোচনা হোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/03/photo-1499049012.jpg)
এনটিভি চালু হওয়ার পর থেকে ভালোই চলছিল, তবে বেশ কিছু ঘটনা যেমন এনটিভি ভবনে আগুন লাগার পর এর অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হয়।
এনটিভির খবরগুলো ভালো লাগে। কারণ খবর পরিবেশনের ধরনে রয়েছে ভিন্নতা।
টকশো ভালো লাগে। কারণ, এখানে টকশো তে স্বাধীনভাবে কথা বলা যায়। তবে টকশোতে দুই-তিন-পাঁচ–সাতজন করে নেওয়া হয়। এতে দেখা যায়, এত মানুষ একসঙ্গে কথা বললে কেউ কারো কথা শুনতে পান না, অনেক সময় বুঝতে পারেন না। টকশোতে একজন নিয়ে কথা বললে ভালো হয়। আর টকশোতে আরো গভীর, ব্যাপক আলোচনা হওয়া উচিত।
এনটিভিতে তরুণদের নিয়ে অনুষ্ঠান হওয়া উচিত। এখানে তরুণদের নিয়ে শিক্ষামূলক, জ্ঞানমূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান হওয়া উচিত, যাতে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও সাহিত্য নিয়ে তরুণরা আলোচনা করতে পারে।
এ ছাড়া এনটিভিতে রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা হওয়া উচিত। রাজনীতি নিয়ে টকশোতে যা আলোচনা হয়, তা ব্যাপক না। এটিভির জন্য রইল আমাদের শুভকামনা।
লেখক : গবেষক, সমাজবিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ।