রিয়াদে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/21/1_1.jpg)
দেশ ও জাতির জন্য অবদানের কথা চিন্তা করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত দেওয়া উচিত বলে মনে করেন প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ। খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে রিয়াদে সৌদি আরব বিএনপি ও রিয়াদ মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তাঁরা এ কথা বলেন।
রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদের সভাপতিত্বে ও সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মো. শহীদ উল্যাহ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ বাথা মেডিনোভা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাফেজ মো. কেফায়েত উল্যাহ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/21/2_2.jpg)
বক্তব্য দেন মনির হোসেন ডালিম, শেখ মো. সেলিম, মাসুদ রানা, জুনায়েদ আহমেদ, ওলিউল্লাহ, সালেহ মুসা, সাদী মো. বেলায়েত হোসেন, গাজী নুরুজ্জমান, মিন্টু খানসহ প্রবাসী বিএনপির বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/21/riad-22.jpg)
সভায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং সৌদি আরবে বিএনপির কমিটি গঠনের নামে বিভক্তি করার চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ। বিপুল সংখ্যক প্রবাসী বিএনপির নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।