মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার উদ্যোগে গত সোমবার (৮ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী, শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয় এই অনুষ্ঠান।
এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা থেকে আগত চিত্রনায়িকা প্রিয়াংকা জামান ও মালয়েশিয়া এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী সয়েদা তাসমিয়া হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা সুরাও বায়তুল মোকারমের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।
এনটিভির বিগত দিনের অর্জনগুলো তুলে ধরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বলেন, প্রবাসীদের নিয়েই এনটিভির সকল কার্যক্রম পরিচালিত হয় মালয়েশিয়ায়। ভবিষ্যতেও এনটিভি প্রবাসীদের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার শামিম আহসান ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলীর ভিডিও শুভেচ্ছাবার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ, মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি, বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, বাংলাদেশি স্টুডেন্টস অরগানাইজেশনের প্রেসিডেন্ট শাহ আহমেদ রেজা, মালয়েশিয়া এনটিভির দর্শক ফোরাম মালয়েশিয়ার উপদেষ্টা এসএম মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, সিআইপি সাহাবুদ্দিন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মওদুদ মোল্লা, চ্যাপ্টার হেড অব ওমেন এন্ড ই-কমার্স রাকিবা রিয়াজ টিনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সংস্কৃতিকর্মীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হোন আগত দর্শকরা।