দেশ এগিয়ে যাওয়ার কথা সুন্দরভাবে বলে এনটিভি : স্বরাষ্ট্রমন্ত্রী
২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এই পথযাত্রায় ‘এনটিভি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, টিভি চ্যানেলটিতে দেশ এগিয়ে যাওয়ার কথাও সুন্দরভাবে উপস্থাপন করা হয়।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান আরও বলেন, ‘এনটিভি ২১ বছর পেরিয়ে ২২ বছরে আজকে পদার্পণ করতে যাচ্ছে। এনটিভির এই দীর্ঘ পথযাত্রায় আমরা দেখেছি, এনটিভি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছে। বিনোদনের ক্ষেত্রেও এনটিভি সুন্দর ভূমিকা রেখেছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথাও তারা সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপন করেছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা চাই—আগামী দিনগুলোতেও এনটিভি বাংলাদেশের সফলতা, বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের জনগণ কী চায়, সেগুলো নিয়ে সব সময় তারা জনগণের সঙ্গে থাকবে, দেশের সঙ্গে থাকবে।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘দেশ যে এগিয়ে যাচ্ছে, সেইসঙ্গে এনটিভিও তাদের সংবাদ, তাদের অন্যান্য যে পরিবেশনা আছে, সেগুলোতেও জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, দেশের ভালো দিকগুলো তুলে ধরবে—এটাই আমরা আশা করি, জনগণ সেটাই আশা করে।’