বন্তুনিষ্ঠ সংবাদ দিয়ে নিজস্ব দর্শক-শ্রোতা তৈরি করেছে এনটিভি : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্তুনিষ্ঠ সংবাদ ও অন্যান্য রুচিশীল অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম হিসেবে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ‘অত্যন্ত দৃঢ় অবস্থান’ তৈরি করেছে। এনটিভির একটি নিজস্ব দর্শক-শ্রোতা তৈরি হয়েছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।
আজ বুধবার (৩ জুলাই) এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এনটিভি এই দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে তার ২১ বছরের যে অবস্থান, এটা অত্যন্ত দৃঢ় অবস্থান। এনটিভির একটি নিজস্ব দর্শক-শ্রোতা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে, এটা বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। এরপর ধর্মীয় অনুষ্ঠান প্রচার করে থাকে এনটিভি। এ ছড়া সংগীত জগতে, অর্থাৎ বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতেও এনটিভির সামগ্রিক যে পদচারণা, সেক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটি অবস্থান দৃঢ় করে নিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন সংকট চলছে—গণতন্ত্র পুনরুদ্ধারের সংকট, জনগণের অধিকারের সংকট, সংগ্রামের অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা অক্ষুণ্ন রাখবে বলে প্রত্যাশা করি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণের জন্য এনটিভিকে, তার কলাকুশলীকে, তার ম্যানেজমেন্টকে, তার শিল্পীদের, তার দর্শকদের অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি।’