আপনার জিজ্ঞাসা
মসজিদের কোন স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, মসজিদের কোন স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
মসজিদের কোন স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া উত্তম?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদের ভেতরে কেন আজান দেবেন? আজান দেবে মসজিদের দুয়ারের সামনে দাঁড়িয়ে। হয় দুয়ারে দাঁড়িয়ে দেবে নয়তো বাইরে দেবেন। এটি আজানের সুন্নাহ। যদিও বর্তমান সময়ে, মসজিদের ব্যবস্থাপনার কারণে ভেতরে আজান দেওয়া হয়। কারণ, মাইক ভেতরে রাখা হয়। যদি বাইরে রাখা হয় মাইক চুরি হতে পারে। তাই মসজিদের ভেতরে যেখানে মাইক আছে সেখানে আজান দিতে হবে। এটা শুধুমাত্র ব্যবস্থপনার কারণে। তবে এটা বাধ্যতামূলক নয়। এটি নিয়ে সমস্যা নেই। যেহেতু মাইকের মাধ্যমে বেশি দূর আজান শোনা যাবে তাই সেটিও সুন্নাহ পরিপন্থি নয়। আজানের লক্ষ্য তো মানুষকে জানানো। তাই মাইকের কাছে থেকেই দেওয়া যাবে।