আপনার জিজ্ঞাসা
আজানের সময় কথা বললে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫২তম পর্বে টেলিফোনের মাধ্যমে বুলবুল নামের একজন জানতে চেয়েছেন, যায় দিন ভালো, আজানের সময় কথা বললে কি গুনাহ হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
আজানের সময় কথা বললে কি গুনাহ হবে? অথবা হাসি-ঠাট্টা করলে কি গুনাহ হবে?
উত্তর : আজানের সময় কথা বলা, হাসি-ঠাট্টা করা সুন্নাহ পরিপন্থি কাজ। আজানের সময় সুন্নাহ অনুসারে নিয়ম হলো চুপ থেকে আজান শুনবেন এবং আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাসি-ঠাট্টার তো প্রশ্নই আসেনা। আজানের সময় চুপ থেকে মনোযোগ দিয়ে আজান শুনবেন। অনেকে আজানের সময়ও বক্তব্য দেন। এটা একদমই ঠিক নয়। আপনি আজান শুনার পর থেমে যাবেন। তখন চুপ করে শুনবেন আর আজানের জবাব দিবেন। এটিই আজানের আদব। এটা বুঝতে হবে। এটা ইবাদতের সময়। সুতরাং আজানের সময় তামাশা করা মানে এই বুঝায় যে, তার মধ্যে কোনো তাকওয়া নেই। আপনার বুঝতে হবে, আজান শুনার পর শয়তানও পালিয়ে যায়। এতটা পাওয়ারফুল। আজান অত্যান্ত গুরুত্ব। এর আদব মনে রাখা উচিত।