শেয়ার দর কমার চেয়ে বেড়েছে সাড়ে পাঁচ গুণ
পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে প্রায় সাড়ে পাঁচগুণ। আজ বুধবার (১০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইৃ) সব ধরনের সূচক উত্থানে লেনদেনে এ চিত্র দেখা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, বুধবার ডিএসইতে ৫০৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা। অপরদিক এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৫ হাজার ১৭০ কোটি ৩৬ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮৩ হাজার ৮৯৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ২৭১ কোটি টাকা।
ডিএসইর সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৫ দশমিক ২৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ছয় দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭১ দশমিক ৫৯ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪১টির এবং কমেছে ২৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের ১৮ কোটি ৯৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৯৩ লাখ টাকা, ইন্ট্রাকোর ১৫ কোটি ৫০ লাখ টাকা, রুপালী ব্যাংকের ১৩ কোটি ৭২ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৩ কোটি ৩৩ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১১ কোটি ৭০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১১ কোটি ৫৬ লাখ টাকা, মেঘনা লাইফের ১১ কোটি ৪২ লাখ টাকা এবং এমারেল্ড অয়েলের ১০ কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে, সিএসইতে বুধবার ছয় কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৮ হাজার ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৭ হাজার ৪৭৮ কোটি ৪৪ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬ দশমিক ৭৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক দশমিক ১৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ৯৮ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের এক কোটি ২৭ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৩২ লাখ টাকা, ফাস ফাইন্যান্সের ২৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৭ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ২০ লাখ টাকা, ইন্ট্রাকোর ১৯ লাখ টাকা, বিডি থাইয়ের ১৭ লাখ টাকা, সী পার্ল বিচের ১৫ লাখ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।