লেনদেন বাড়লেও সূচকের পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ মে)। শেয়ার বিক্রি বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত দিনে কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উর্ধ্বমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান ধরে রাখতে পারেনি। পরে প্রধান সূচক পতনে ফিরে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ৯ দশমিক ৯৮ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ২১৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন ছয়শ কোটি ঘরে চলে এসেছে। বাজারে মূলধন কমেছে হাজার কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার ৮২৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ দুই হাজার ৮০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। একদিনে ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৯৮৪ কোটি ১৮ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৭ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১২ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৩ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২২টির ও কমেছে ২১৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৭টির।