ডিএসইএক্সে পতন, লেনদেনেও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৬ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতদিনের তুলনায় লেনদেন কমে আজ পাঁচশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। তবে গতদিনের তুলনায় এদিন বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৫৬৪ কোটি ৪১ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৬৬২ কোটি ২৪ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৪ হাজার ৭৭ কোটি ৮৯ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৩২৫ কোটি ১৫ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স এক দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮৩ দশমিক ১৪ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪৮৩ দশমিক ১৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক এক দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০১ দশমিক ৮৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৭ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬১ দশমিক ৩৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২১টির ও কমেছে ২২১টিব। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৫টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।