কমেছে সূচক-লেনদেন, দরপতন ৬৯ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল ৫৫ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে তিন হাজার ৫০৮ কোটি টাকা। লেনদেন কমে আজ ৩০৬ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সেখান থেকে কমে আজ লেনদেন হয়েছে ৩০৬ কোটি এক লাখ টাকার শেয়ার। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৩৭৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১১৪ দশমিক ৫৯ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৬৯ দশমিক ৭৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৯ দশমিক ১৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৩টির ও কমেছে ২৭২টির বা ৬৮ দশমিক ৮৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ১৬ কোটি ৬৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৮০ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১০ কোটি ৩৮ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ