প্রথম ঘণ্টায় লেনদেন ১৯৭ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। পরে শেয়ারে ক্রয়ের চাপ কমে বিক্রয়ের চাপ বাড়ে থাকে। পরে সূচক পতনে ফিরে। লেনদেন শুরু প্রথম ১৩ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৩৪ পয়েন্ট। সেখান থেকে আবারও সূচকটির উত্থান। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার বা ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪০ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২০৫ দশমিক শূন্য চার পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩১ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪২ দশমিক ৬৪ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৪টির বা ৭৩ দশমিক ২০ শতাংশ, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে বিএসসির ১৯ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ৯১ লাখ টাকা, রবির সাত কোটি ৭৫ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ছয় কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের পাঁচ কোটি পাঁচ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের চার কোটি ৬৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের চার কোটি দুই লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তিন কোটি ৯৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের তিন কোটি ৯২ লাখ টাকা এবং লংকাবাংলা ফাইন্যান্সের তিন কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।