বর্ষসেরা ফুটবলারের মুকুট ঋতুপর্ণার মাথায়
বাম দিক থেকে মাপা ক্রসে শট। তা খুঁজে নিল নেপালের জাল। গত বছল অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুপর্ণা চাকমার গোলটি কারও সহজে ভোলার কথা নয়। সেই গোলে খুলে যায় বাংলাদেশের টানা দ্বিতীয় সাফ জয়ের দুয়ার। বাংলাদেশ ফুটবলের এই তারকা পুরো আসরজুড়েই ছিলেন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।সাফের ছন্দ তাকে এনে দিয়েছে বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ শুক্রবার (১১ এপ্রিল)...
সর্বাধিক ক্লিক