অন্য রকম হাফ-সেঞ্চুরির সামনে মাহমুদউল্লাহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/mahmudullah.jpg)
ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর অধীনেই প্রথমবার এই সংস্করণে ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ।
আজ রোববার আরো দুটি মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ। একটি হলো তাঁর অধীনে প্রথমবার ঘরের মাঠে ভারতকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ার সুযোগ। আর দ্বিতীয়টি হলো টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করার সুযোগ। আজ ভারতের বিপক্ষে দুটি ছক্কা মারলেই এই মাইলফলকে পা দেবেন তিনি।
বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ছক্কা ৪৮টি। মাহমুদউল্লাহর পরে আছেন তামিম ইকবাল। তাঁর ছক্কার সংখ্যা ৪১টি আর ৩৩ ছক্কা মেরে এই তালিকায় তৃতীয়তে আছেন সাকিব আল হাসান।
ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য দল, সেটা সবার জানা। তিন ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ঘরের মাঠে তাদের ৩-০ তে হারাতে পারেনি কেউ। ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে ছিল। কিন্তু তিনটিতেই জয়ের স্বাদ পায়নি কেউ। রাজকোটে গত ম্যাচে সে সুযোগ হারিয়েছে বাংলাদেশও। রোহিত ঝড়ে সেই ম্যাচে আট উইকেটে হেরেছে সফরকারীরা। তবে আজ জিতলেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারবে টাইগাররা। আর এমন গৌরব অর্জনের অধিনায়ক হবেন মাহমুদউল্লাহ।
নাগপুরে আজ ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এর আগে দিল্লির বায়ু দূষণের মাঝে বেশ চমক দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তুলে নেয় প্রথম জয়। বল হাতে যেমন দুর্দান্ত ছিলেন আফিফ-বিপ্লবরা। স্লো উইকেটে তেমনই দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। মোটামুটি রানে ছিলেন বাকিরাও।
কিন্তু রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি টাইগাররা। এক রোহিত ঝড়ে সিরিজে সমতা টেনেছে ভারত। বাংলাদেশ হেরেছে আট উইকেটে। সিরিজে সমতা ফেরায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে কঠিন লড়াইয়ের। জিতলে ভারতের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।