অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় জাপান
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হচ্ছে জাপনাকে। করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে গেমসের ব্যয়ও কয়েকগুন বেড়েছে। তাই হিমশিম খাচ্ছে জাপান।
প্রাক গেমস অনুশীলন ক্যাম্পের জন্য ভারতীয় হকি দলকে স্বাগত জানাতে এরই মধ্যে ৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে জাপান। কিন্তু করোনাভাইরাসের কারণে তারা ওকুইজুমো শহরে অনুশীলন ক্যাম্প চালাতে পারছে না।
জাপান অলিম্পিক কমিটির কর্মকর্তা কাতসুমি নাগাসে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা চেয়েছিলাম বিশ্বের অন্যতম শীর্ষ একটি দল আমাদের ছোট শহরটি (ওকুইজুমো) পরিদর্শন করবে ও এখানকার স্থানীয় বাচ্চাদের তাদের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানাবে। কিন্তু এখন মনে হচ্ছে পুরো বিষয়টি প্রায় অসম্ভব।’
টোকিও গেমসে এবার জাপানের ৫০০-এর বেশি মিউনিসিপালিটি অ্যাথলেট ও অফিসিয়ালদের স্বাগত জানাতে চুক্তিবদ্ধ করা হয়েছে। আয়োজক জাপানের লক্ষ্য ছিল গেমস আয়োজনই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদরা জাপানের বিভিন্ন শহরে ঘুরে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারে। এতে কিছুটা হলেও স্থানীয় তরুণরা উপকৃত হয়।
অবশ্য অলিম্পিকে অংশ নেওয়া বেশ কিছু দল জাপানের বিভিন্ন শহরে গেমস পূর্ববর্তী অনুশীলন পরিকল্পনা বাদ দিয়েছে। অস্ট্রেলিয়ার সাঁতার দল নাগায়োকা শহরে অনুশীলন করছে না জানিয়ে দিয়েছে। কানাডার টেবিল টেনিস দল নাগানোর ওকায়া শহরে অনুশীলন করতে যাচ্ছে না।