আইসিসির হস্তক্ষেপ দাবি করলেন রুট
মাত্র দুদিনেই শেষ হয়ে গেছে আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট। কোনো দলই এক ইনিংসে ১৫০ রানের গণ্ডি পার হতে পারেনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১২ এবং দ্বিতীয় ইনিংসে ৮১ রান করে। ভারত প্রথম ইনিংসে ১৪৫ রানে অলআউট হয়, দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৯ রান তুলে নেয়। দেড়দিনে ৩০ উইকেটের পতন ঘটে। এরমধ্যে ২৮টি উইকেট দখল করেছেন স্পিনাররা। ভারতের হয়ে ২০ উইকেটের মধ্যে ১৮টি উইকেট নিয়েছেন অশ্বিন ও অক্ষর।
চেন্নাইতে স্পিন সহায়ক উইকেটের পর আহমেদাবাদেও তাই ছিল। মাত্র দুদিনে ভারতের কাছে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে রুটের দল।
পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে রুট বলেন, ‘যদি আমার মতো একজন পার্ট টাইমার পাঁচ উইকেট পায়, তাহলে বুঝতে অসুবিধা হয়না পিচ কতটা স্পিন সহায়ক ছিল। প্রতিটি দলই হোম কন্ডিশনের সুবিধা নেয়। এটা ক্রিকেটের সৌন্দর্য্য।'
আইসিসির হস্তক্ষেপ দাবি করে রুট বলেন, ‘বিষয়টা আইসিসির দেখা উচিত। পিচ ভালো না খারাপ, খেলার যোগ্য না অযোগ্য, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটার হিসেবে যে কোনো উইকেটে খেলতে বাধ্য। হোম অ্যাডভান্টেজ থাকবেই। দুই দলেই বিশ্বমানের ক্রিকেটার থাকার পরও কেউই ম্যাচে সেভাবে ব্যাট হাতে অবদান রাখতে পারেনি যা লজ্জার!’