আজ শেরেবাংলায় ফিরছে টি-টোয়েন্টি উৎসব
সব অপেক্ষার প্রহর শেষ। করোনাকালের মধ্যেই আজ মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি উৎসব। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
দিনের আরেক ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত করোনার আবহে দেশের ক্রিকেটে স্থবিরতা নেমেছিল। সেই স্থবিরতা কাটিয়ে ক্রিকেট আমেজ ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। অবশ্য এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরে ওয়ানডে ক্রিকেট। এবার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
জৈব সুরক্ষা বলয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাঁচটি দলের ৮০ জন ক্রিকেটার ও কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।
টুর্নামেন্টটি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সামনে আমাদের অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে। এই টুর্নামেন্ট পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে। আমরা এখানে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেছি। এই টুর্নামেন্ট ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সহায়তা করবে।’
এই আসরে শুধু স্থানীয় খেলোয়াড়রা অংশ নেবেন। ১৫৭ জন খেলোয়াড়কে ড্রাফটে রাখা হয়েছিল। সেখান থেকে পাঁচটি দল তাদের খেলোয়াড় বেছে নিয়েছে।
একনজরে দেখা নেওয়া যাক পাঁচ দলের চূড়ান্ত স্কোয়াড :
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।