আট গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি স্পেনের
কয়েকদিন আগে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়াম কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল। সেবার কারণ ছিল, ক্রিস্টিয়ান এরিকেসেনের মাঝমাঠে অচেতন হয়ে পড়া। এবার অবশ্য তেমন কিছু নয়, বরং ফুটবল উত্তেজনায় মেতে উঠেছিল কোপেনহেগেন। স্পেন বনাম ক্রোয়েশিয়া উপহার দিল তুমুল লড়াইয়ের ম্যাচ। দুদলের ম্যারাথন লড়াই শেষে শেষ হাসি হাসল স্পেন। ক্রোয়াটদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশরা।
গতকাল সোমবার রাতে ইউরোর শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ৩-৩। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ওই সময়ে ম্যাচ নিজেদের করে নেয় স্প্যানিশরা।
স্পেনের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেররান তরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ। বাকিটি আসে আত্মঘাতী গোল থেকে।
ইউরোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচটিতে শুরু থেকে আধিপত্য ছিল স্প্যানিশদের। পুরো ম্যাচের ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২৩টি শট নেয় তারা। যার মধ্যে ১০ই ছিল জালে যাওয়ার মতো। অন্যদিকে বিপরীতে ১২ শট নেয় ক্রোয়েশিয়া। যার মধ্যে সাতটি ছিল অনটার্গেট শট।
এদিন ম্যাচের ২০ মিনিটেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। পাল্টা আক্রমণে ৩৮ মিনিটে প্রথম গোল পায় স্প্যানিশরা। প্রতিপক্ষের ডি-বক্সে গায়ার শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান লিভাকোভিচ। কিন্তু দলকে রক্ষ করতে পারেননি। ১০ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন পিএসজির মিডফিল্ডার সারাবিয়া।
৫৭তম মিনিটে স্পেন এগিয়ে যায়। প্রতিপক্ষের ডি বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান চেলসি ডিফেন্ডার আসপিলিকুয়েতা। এরপর ৭৬ মিনিটে স্পেনের স্কোরলাইন ৩-১ করেন ফেররান তরেস।
স্পেনের তিন গোলের পর মোটামুটি সবাই ভেবেছিল সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে তারা। কিন্তু শেষে দুই গোল করে উত্তেজনা বাড়িয়ে দেয় ক্রোয়াটরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান কমান ক্রোয়াট শিবিরে দ্বিতীয়ার্ধে বদলি নামা ওরসিচ। এর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সতীর্থের ক্রসে হেডে সমতা ফেরান পাসালিচ।
তখনই জমে যায় ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুটি গোল করে ম্যাচ জয়ে রাঙায় স্প্যানিশরা। আর আশা জাগিয়েও বিদায় নিতে হতে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়াটদের।