শেষ মুহূর্তে জার্মানিকে বিদায় করে ইউরোর সেমিতে স্পেন
এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল দেখে ফেলল ফুটবল ভক্তরা। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই উপহার দিল স্পেন-জার্মানি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে স্প্যানিশরা। ঘরের মাঠে মাঠভর্তি দর্শকদের সামনে জার্মানির সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দিয়েছে স্পেন। ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে বিদায় করে ইউরোর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশরা।
স্টুটগার্টে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্পেন। দলের জয়ের ম্যাচে স্পেনের হয়ে গোল করেন দানি ওলমো ও মিকেল মেরিনো। অন্যদিকে জার্মানির হয়ে একমাত্র গোলের দেখা পান ফ্লোরিয়ান ভির্টৎস.
দুদলই ফুটবলের পরাশক্তি। ধারে-ভারেও আধিপত্য সমানে সমান। জার্মানির সুবিধা ছিল ঘরের মাঠে গ্যালারি ভর্তি সমর্থন। অন্যদিকে স্পেনকে চোখ রাঙাচ্ছিল স্বাগতিক কোনো দলকে নকআউট পর্বে না হারাতে পারার তিক্ত রেকর্ড। এমন ম্যাচে অতীত রেকর্ড ভুলে নতুন গল্প লিখল স্পেনিশরা। নিজেদের অতীত তিক্ততা ভুলে জয়ের হাসি হাসল স্পেন।
১২০ মিনিটের ম্যাচটিতে বল দখলে দুদলের দাপট ছিল প্রায় সমান। বল জার্মানির পায়ে ছিল ৫২ভাগ সময় আর স্পেনিশরা রাখতে পেরেছে ৪৮ ভাগ সময়। এই সময়ে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল জার্মানিরাই। অতিরিক্ত সময় পর্যন্ত ২৩বার স্পেনিশ শিবিরে আক্রমণ করে জার্মান। যার মধ্যে পাঁচটিই ছিল অনটার্গেট শট। কিন্তু লক্ষ্যে গিয়েছে কেবল একটি। বিপরীতে ১৮বার শট নিয়ে দুই গোল পেয়ে যায় স্পেন।
এদিন ম্যাচের ৫০ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন। বদলি হিসেবে নেমে জার্মানিকে স্তব্ধ করে স্পেনকে এগিয়ে নেন দানি ওলমো। সেই ব্যবধান ধরেই স্পেন যখন জয়ের দুয়ারে তখন ধাক্কা দেন ফ্লোরিয়ান ভির্টৎস। ম্যাচের ঠিক ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলে সমতা ফিরিয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়েছিল জার্মানি।
অতিরিক্ত সময়েও লড়াই চলে সমানে সমান। এক পর্যায়ে ম্যাচ মনে হয়েছিল যাবে টাইব্রেকারে। সেই পথেই যাচ্ছিল। কিন্তু এমন মুহূর্তে আরেক বদলি খেলোয়াড় দিয়ে স্পেনের বাজিমাত। ঘড়ির কাটায় সময় যখন ১১৯ মিনিট ঠিক তখনই গোলের দেখা পেয়ে যায় স্পেন। বদলি হয়ে নেমে স্কোরশিটে নাম লেখান মিকেল মোরেনো। এই গোলেও অবশ্য অবদান ছিল দাই ওলমোর। তার দারুণ ক্রস ধরে স্পেনকে লিডের স্বস্তি এনে দেন মোরেনো। যা তার ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় গোল। মোরেনোর গোলে লিড ধরে বিদায় নেয় জার্মানি। আর স্পেন পায় সেমিফাইনালের টিকিট।