জমে উঠেছে ইংল্যান্ড-নেদারল্যান্ডসের লড়াই
জিতলেই স্বপ্নেই ফাইনাল। হারলে বিদায়। এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালটিতে ম্যাচের শুরুতেই জালের দেখা পেয়ে গেছে ডাচরা। জাভি সিমন্সের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অরেঞ্জ আর্মিরা। তবে সেই স্বস্তি ভেস্তে দিয়ে সমতায় ফিরেছে ইংল্যান্ড। দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে সেমির মহারণ।
বুধবার দিবাগত রাতে ইউরোর দ্বিতীয় সেমিতে এই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতায় আছে নেদারল্যান্ডস।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই জালের দেখা পায় ডাচরা। মাঝমাঠ থেকে বল নিয়ে নিজের একার দৃঢ়তায় লক্ষভেদ করেন সিমন্স। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
পিছিয়ে যাওয়ার হতাশা কাটিয়ে অবশ্য নিজেদের গুছিয়ে নেয় ইংলিশরা। ম্যাচের ১২ মিনিটেই আক্রমণে যান হ্যারি কেইন। তবে ইংলিশ অধিনায়কের দূর পাল্লার শট যায়নি ঠিকানায়। দুই মিনিট পর আবারও সুযোগ তৈরি করেন সাকা।
তবে প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান সাকা। বলে হাল্কা করে বাড়িয়ে দেন কেইনের দিকে। তিনিও শট নেন। তবে, ডাচ গোলকিপার তা ঠেকিয়ে দেন। গোলকিপার ঠেকিয়ে দিলেও ডি বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড। সেখানেই সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক কেইন। ইংল্যান্ড সমতায় ফেরার পর ডর্টমুন্ডে জমে উঠেছে ম্যাচটি।