আফিফের দুর্দান্ত ক্যাচে থামলেন ডি কক
অসুস্থতার কারণে প্রথম ওয়াডেতে খেলতে পারেননি। দলও হেরে গেল বাংলাদেশের কাছে। ফিট হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেই ব্যাট হাতে আগ্রাসী রূপ ধারণ করেন কুইন্টন ডি কক। ওপেনিংয়ে নেমে জোহানেসবার্গে চার-ছক্কার বৃষ্টি নামান তিনি।
ওয়ান্ডারার্সে আগ্রাসী রূপ নেওয়া ডি কক থেমেছেন সাকিব আল হাসানের বলে। তবে তাতে বড় ভূমিকা রেখেছেন আফিফ হোসেন। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরে প্রোটিয়া তারকাকে সাজঘরে পাঠান আফিফ।
সাকিবের করা বল মূলত ছক্কায় মাঠ ছাড়া করতে চেয়েছিলেন ডি কক। সেভাবেই উড়িয়ে মেরেছিলেন। কিন্তু সীমানায় থাকা আফিফ সেই লক্ষ্য পূরণ হতে দিলেন না। ডিপ মিডউইকেটে সীমানা দড়ির ঠিক সামনে থেকে প্রথমে ক্যাচ নেন আফিফ। এরপর বল ভেতরে ছুঁড়ে ব্যালেন্স হারিয়ে দড়ির বাইরে যান তিনি। মুহূর্তের মধ্যেই ফের ভেতরে ঢুকে দারুণ ক্যাচ হাতের মুঠোয় জমান ডি কক।
তাতে ৬২ রানে থামে ডি ককের ইনিংস। ৪১ বলে তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও দুটি ছক্কা। অবশ্য ডি কক ফিরলেও ব্যাটিংয়ে ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের দেওয়া মাত্র ১৯৫ রানের লক্ষ্য ছুঁতে এগিয়ে যাচ্ছে তেম্বা বাভুমার দল।