আবারও হারল মুম্বাই
হারটা যেন পিছু ছাড়ছেই না মুম্বাই ইন্ডিয়ানসের। চলমান আইপিএলে চরম দুর্দশায় পড়া দলটি টানা ষষ্ঠ ম্যাচে হেরেছে। এবার তারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে ১৮ রানে।
কেএল রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে লক্ষ্ণৌ প্রথমে ব্যাট করে ১৯৯ রান গড়ে। জবাবে মুম্বাইয়ের ইনিংস থামে ১৮১ রানে।
বড় লক্ষ্যে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষান শুরুতে দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। সে ধারাবাহিকতা ছিল অন্য ব্যাটারদের মধ্যেও। রোহিত ৬ বলে ৭ রান এবং ঈশান মাত্র ১৩ রান করেন। ডেওয়াল্ড ব্রেভিস ১৩ বলে ৩১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। আর সূর্যকুমার করেন ৩৭ রান। তিলক বর্মাও বড় সাফল্য এনে দিতে পারেননি। ২৬ বলে ২৬ রান করেন তিনি। আর পোলার্ড ১২ বলে ২৫ রান করে সাজঘরে ফেরন। লক্ষ্ণৌর হয়ে আভেষ খান ৪ ওভারে ৩০ রান খরচ করে তিন উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই, মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার ও দুশমন্ত চামারা।
অবশ্য টসে হেরে লক্ষ্ণৌ প্রথমে ব্যাট করতে নামে। অধিনায়ক কে এল রাহুল ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। নয়টি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজনো ছিল তাঁর। আর মনীশ পাণ্ডে ৩৮ এবং কুইন্টন ডি কক ২৪ রান করেন।
মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নেন জয়দেব উনাদকট। একটি উইকেট পেয়েছেন ফ্যাবিয়ান অ্যালান ও মুরুগন অশ্বিন।