আবার মাঠে ফুটবলারের মৃত্যু
গ্রিসের তৃতীয় বিভাগ লিগের দল লিউপুলির হয়ে খেলছিলেন তিনি। মাঠে নেমে মাত্র পাঁচ মিনিট খেলেছেন। এর পর হৃদ্রোগে আক্রান্ত হন আলেক্সান্দ্রোস লাম্পিস। মাঠেই পড়ে যান, ২১ বছর বয়সী এই ফুটবলার এর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।গত বুধবার গ্রিসের রাজধানী এথেন্সে মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছিল। তরুণ ফুটবলারের মৃত্যুতে নিজেদের ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করেছে লিউপোলি। তারা লিখেছে, ‘আমাদের লাম্পিস, আমাদের বন্ধু, আমাদের ভাই, তুমি এতদ্রুত চলে গেলে। পুরো দল, পুরো শহর আজ শোকাহত। তোমার পরোপারের জীবন সুন্দর হোক।'
ডেইলি মেইলের খবরে জানা গেছে, লাম্পিসকে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই মারা যান তিনি।
গত ইউরোতে হার্ট অ্যাটাকের শিকার হয়ে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
আর গত অক্টোবরে হৃদ্যন্ত্রের অনিয়মিত স্পন্দনের সমস্যা নিয়ে মাঠ থেকে উঠে যাওয়া বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো পরে আর মাঠেই ফিরতে পারেননি, ৩৩ বছর বয়সেই বিদায় বলে দিয়েছেন ফুটবলকে।