আবাহনীর দারুণ জয়, মিঠুনের সেঞ্চুরি বিফলে
লড়াইটা আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুই দলের লড়াইটা বেশ জমজমাট হবে তা আগেই ধারণা করা হয়েছিল। হয়েছেও তাই। শেষ পর্যন্ত আবাহনী জিতেছে ২৮ রানে।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী প্রথমে ব্যাট করে ২৭১ রান গড়ে। জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস থামে ২৪৩ রানে।
তবে এদিন দুর্ভাগ্য জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের। প্রাইম ব্যাংকের এই ব্যাটসম্যান দারুণ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি।
ম্যাচে টসে হেরে আবাহনী ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল। সে ধারাবাহিকতায় একটা চ্যালঞ্জিং সংগ্রহ গড়ে তারা। মোসাদ্দেক হোসন সৈকত ৫৬ বলে ৪০, হনুমা বিহারি ৭৪ বলে ৫৮, শামীম ২৭ বলে ৩৬ রান করেন। আর লিটন ও আফিফ ৩০ রান করে নেন।
জবাবে প্রাইম ব্যাংকের হয়ে একাই লড়েছেন মিঠুন। কখনো শাহাদাত, কখনো মুমিনুল কিছুটা সঙ্গ দিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
মিঠুন ১০৩ রান করে সাজঘরে ফেরেন। আর মুমিনুল ৩৪ বলে ১৫ ও শাহাদাত ৬৪ বলে ৩৯ রান করেন। নাসির হোসেন ৭ রান করেন।
এই জয়ের সুবাদে ১০ ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের ১২ পয়েন্ট। আর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২৭১/৭ (মাহমুদুল ২২, জাকের ৩০, লিটন ৩০, আফিফ ৩০, বিহারি ৫৮, সৈকত ৪০, শামীম ৩৬; নাহিদ ১০-০-৫০-১, রকিবুল ১০-০-৩০-২, শেখ মেহেদী ৮-০-৪০-৩, নাসির ৩-০-১৮-০)।
প্রাইম ব্যাংক : ৪৮.১ ওভারে ২৪৩ (শাহাদাত ৩৯, ইশ্বরন ০, মুমিনুল ১৫, মিঠুন ১০৩, নাসির ৭, শেখ মেহেদী ১৯, নাহিদুল ২৪; সাইফউদ্দিন ১০-১-৩৯-২, তানজিম ১০-০-৪৮-২, সৈকত ৯-০-৪৩-২, সানি ১০-০-৫৬-১, তানভীর ১০-০-৫৫-২)।
ফল: আবাহনী লিমিটেড ২৮ রানে জয়ী।