আরচারি ইভেন্টের সব স্বর্ণ বাংলাদেশের
ত্রয়োদশ এসএ গেমসের নবম দিনে নেপালে আরেকটি সোনায় মোড়ানো সকাল উপহার দিলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। আজ সোমবার এখন পর্যন্ত চারটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আর এই চার সোনালি পদকই এসেছে আরচারি থেকে।
আরচারি ইভেন্টের সবকটি স্বর্ণপদকই জিতেছে বাংলাদেশ। গতকাল অষ্টম দিনে রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্টের ছয়টি স্বর্ণই জিতেছিলেন বাংলাদেশের আরচাররা। বাকি ছিল চার ইভেন্টের প্রতিযোগিতা। সে চার ইভেন্টেই দেশকে স্বর্ণপদক এনে দিলেন তাঁরা।
এসএ গেমসে পোখারা আরচারি স্টেডিয়ামে দিনের প্রথম স্বর্ণপদক জেতেন সুমা বিশ্বাস। মেয়েদের কম্পাউন্ড এককে সুমা ১৪২-১৩৪ পয়েন্টে হারান শ্রীলঙ্কার প্রতিযোগীকে। একই ইভেন্টের পুরুষ এককে ভুটানের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তীব্র লড়াই করে তাঁকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন সোহেল রানা।
দিনের তৃতীয় স্বর্ণপদক জেতেন ইতি খাতুন রিকার্ভ এককে। এই ইভেন্টেই ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে আরচারির দশম ও শেষ স্বর্ণটি দেশকে উপহার দেন রোমান সানা। এসএ গেমসে বাংলাদেশ এখন পর্যন্ত ১৮টি স্বর্ণপদক জিতেছে।