আরচারি থেকে ঘরে এলো ৩ স্বর্ণপদক
দক্ষিণ এশিয়া (এসএ) গেমসের চলমান আসরে আজ রোববার আরচারি ইভেন্ট থেকে তিনটি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ।
নেপালের পোখারা স্টেডিয়ামে দিনের প্রথম পদক আসে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে। বাংলাদেশকে সোনা এনে দেন রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেলের দল। তাঁরা ফাইনালে শ্রীলঙ্কার রাভিয়েন কাভিশা দালপাতাদু, সঞ্জীব দে সিলভা ও কুমারা হেরাথের দলকে হারিয়েছেন।
এর পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল। তাঁরা শ্রীলঙ্কার থিসারি মধুশিকা সিলভা, রেহানা থায়াবালি ও মালশা দিলহানির দলকে পরাজিত করেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
বাংলাদেশকে দিনের তৃতীয় সোনা উপহার দেন রোমান সানা ও ইতি খাতুন। রিকার্ভ মিশ্র ইভেন্টে ভুটানের বিপক্ষে তাঁদের জয় ছিল ৬-২ সেটে।
এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার খেলাধুলার সর্বোচ্চ আসরে মোট ১০টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ।