ইতিহাস গড়া ম্যাচ জিতে যা বললেন অধিনায়ক জ্যোতি
কলম্বোয় ইতিহাস গড়ে শ্রীলঙ্কা নারী দলকে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ছয় উইকেটে হারায় জ্যোতি-রিতু মণিরা। লঙ্কানদের ছুড়ে দেওয়া ১৪৬ রানের লক্ষ্য টপকে যায় এক বল ও ছয় উইকেট হাতে রেখেই। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নয় বছর পর জয়ের দেখা পেল বাংলার মেয়েরা।
ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫১ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। ৭ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসটিই মূলত গড়ে দেয় জয়ের ভিত। ম্যাচের পর একটি ভিডিওবার্তায় দল ও নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেন জ্যোতি।
জ্যোতি বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। দ্রুত দুটো উইকেট হারানোর পর আমি চেষ্টা করেছি যেন পাওয়ার প্লেতে কিছু রান সংগ্রহ করতে পারি। আমি আর রিতু এভাবেই এগোই, ওভারপ্রতি যেন ৭/৮ করে তুলতে পারি। যাতে ১৫ ওভারের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি।’
জ্যোতি আরও যোগ করে বলেন, ‘দল এখন ভালো শেপে আছে। জয়ের যে বিষয়টা, সেটি পুরো দলকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আশা করি, আমরা তা চালিয়ে নিতে পারব।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে।